Navaratri 2022: দেশে শুরু নবরাত্রি উৎসব, উত্তর থেকে দক্ষিণে উদযাপনের টুকরো ছবি

Navaratri Celebrations: উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ, গুজরাত থেকে তেলেঙ্গানা, সর্বত্র শুরু নবরাত্রি উৎসব। মন্দিরে ঢল পুণ্যার্থীদের।

নিজস্ব চিত্র, ছবি: পিটিআই

1/9
নবরাত্রির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গরবা নাচ। গুজরাতের আহমেদাবাদে পুরোদমে শুরু উৎসব। নবরাত্রির দ্বিতীয় দিনের রাতেই চলছে গরবা প্রদর্শনী। ছবি: পিটিআই
2/9
নয় দিন ধরে চলে নবরাত্রি উৎসব। আর তখনই হয় এই গরবা নাচের অনুষ্ঠান। এর জন্য দীর্ঘদিন ধরে চলে প্রস্তুতি। নারী থেকে পুরুষ সকলেই এই নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ছবি: পিটিআই
3/9
জম্মুতেও শুরু হয়েছে নবরাত্রি উৎসব। সেখানেও মন্দিরে ঢল নেমেছে পুণ্যার্থীদের। জম্মুর কালী মন্দিরে প্রার্থনায় মগ্ন এক ভক্ত। ছবি: পিটিআই
4/9
নবরাত্রি শুরু হতেই ঢল নেমেছে মির্জাপুরের বিন্ধ্যবাসিনী মন্দিরে। এই মন্দির অত্যন্ত জাগ্রত বলে বিশ্বাস করেন ভক্তরা। ছবি: পিটিআই
5/9
নবরাত্রি উৎসবের প্রথম দিনেই গোরক্ষনাথ মন্দিরে পুজোর কাজে ব্যস্ত মঠের প্রধান এবং উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ। ছবি: পিটিআই
6/9
কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান যোগ দিয়েছিলেন নবরাত্রি উৎসবে। পুনের মহালক্ষ্মী মন্দিরে। ছবি: পিটিআই
7/9
নবরাত্রি উৎসব পালনে ব্যস্ত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি। তিরুপতি ভেঙ্কটেশ্বর মন্দিরে 'নবরাত্রি ব্রহ্মোৎসভম' উৎসবে যোগদান করেছেন তিনি। ছবি: পিটিআই
8/9
প্রথম দিন থেকেই আলোয় মালায় সেজে উঠেছে মধ্যপ্রদেশের ভোপাল। ট্যাবলো এবং আলোয় ঝলমল করছে পুরো এলাকা। ছবি: পিটিআই
9/9
সারা ভারতে যখন নবরাত্রি উৎসব চলে, তখন বাংলায় চলে দুর্গোৎসব। আর তাকে ঘিরেই শুরু হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অনেক জায়গাতেই মণ্ডপ তৈরি, এসে গিয়েছে প্রতিমাও। নদিয়া জেলায় সেরকমই একটি প্রস্তুতির ছবি। ছবি: পিটিআই
Sponsored Links by Taboola