Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Navy Day 2021: জাতীয় নৌ দিবসে গেটওয়ে অফ ইন্ডিয়ার পাশে বিশ্বের বৃহত্তম তেরঙ্গা প্রদর্শনী
আজ জাতীয় নৌ দিবস। প্রতি বছর ৪ ডিসেম্বর এই বিশেষ দিনটি নৌ দিবস হিসেবে পালিত হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতীয় নৌ বাহিনী সশস্ত্র বাহিনীর নৌ শাখা। দেশের রাষ্ট্রপতি কমান্ডার ইন চিফ হিসেবে নেতৃত্ব দেন।
দৈর্ঘ্যে ২২৫ ফুট ও প্রস্থে ১৫০ ফুট এই বৃহত্তম তেরঙ্গাটি। যার ওজন প্রায় ১৪০০ কেজি
খাদির কাপড় দিয়ে নির্মিত এই তেরঙ্গাটি। এটি খাদি এবং গ্রামীণ শিল্প ও কমিশনের মস্তিষ্কপ্রসূত।
ঐতিহাসিক গেটওয়ে অফ ইন্ডিয়ার পাশে এই পতাকা প্রদর্শন করা হয়েছে।
১৬১২ সালে স্থাপিত ভারতীয় নৌবাহিনীর তখন নাম ছিল রয়্যাল ইন্ডিয়ান নেভি। তবে ১৬১২ সালে স্থাপিত হলেও রয়্যাল ইন্ডিয়ান নেভি নামকরণ হয়েছিল ১৯৩৪ সালে।
যেমন ভারতীয় নৌসেনা নৌবাহিনী দিবসে জাতির সেবায় নিজেকে উৎসর্গ করে। এই দিনটি তাঁদের জন্য।
২০০৮-এর ৯ এপ্রিল ভারতীয় নৌবাহিনীর ১০ সদস্যের একটি দল উত্তর মেরু অভিযান করে এবং সফল হয়ে এক নতুন ইতিহাস তৈরি করে ৷
এই বিশেষ দিনে নৌ সেনাদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -