Navy Day 2021: জাতীয় নৌ দিবসে গেটওয়ে অফ ইন্ডিয়ার পাশে বিশ্বের বৃহত্তম তেরঙ্গা প্রদর্শনী

আজ জাতীয় নৌ দিবস

1/9
আজ জাতীয় নৌ দিবস। প্রতি বছর ৪ ডিসেম্বর এই বিশেষ দিনটি নৌ দিবস হিসেবে পালিত হয়।
2/9
ভারতীয় নৌ বাহিনী সশস্ত্র বাহিনীর নৌ শাখা। দেশের রাষ্ট্রপতি কমান্ডার ইন চিফ হিসেবে নেতৃত্ব দেন।
3/9
দৈর্ঘ্যে ২২৫ ফুট ও প্রস্থে ১৫০ ফুট এই বৃহত্তম তেরঙ্গাটি। যার ওজন প্রায় ১৪০০ কেজি
4/9
খাদির কাপড় দিয়ে নির্মিত এই তেরঙ্গাটি। এটি খাদি এবং গ্রামীণ শিল্প ও কমিশনের মস্তিষ্কপ্রসূত।
5/9
ঐতিহাসিক গেটওয়ে অফ ইন্ডিয়ার পাশে এই পতাকা প্রদর্শন করা হয়েছে।
6/9
১৬১২ সালে স্থাপিত ভারতীয় নৌবাহিনীর তখন নাম ছিল রয়্যাল ইন্ডিয়ান নেভি। তবে ১৬১২ সালে স্থাপিত হলেও রয়্যাল ইন্ডিয়ান নেভি নামকরণ হয়েছিল ১৯৩৪ সালে।
7/9
যেমন ভারতীয় নৌসেনা নৌবাহিনী দিবসে জাতির সেবায় নিজেকে উৎসর্গ করে। এই দিনটি তাঁদের জন্য।
8/9
২০০৮-এর ৯ এপ্রিল ভারতীয় নৌবাহিনীর ১০ সদস্যের একটি দল উত্তর মেরু অভিযান করে এবং সফল হয়ে এক নতুন ইতিহাস তৈরি করে ৷
9/9
এই বিশেষ দিনে নৌ সেনাদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে।
Sponsored Links by Taboola