North India Snowfall : কুলগাম, গুলমার্গের তাপমাত্রা হিমাঙ্কের নিচে, উত্তর ভারতজুড়ে শৈত্যপ্রবাহ
মাঘের দ্বিতীয় সপ্তাহে ঠান্ডায় কাঁপছে উত্তর ভারত। ভূস্বর্গ ডেকেছে পুরু বরফের চাদরে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজওহর টানেল যেন ঠিক ক্যালেন্ডারের পাতার ছবি। চারিদিকে শুধুই তুষার-ছবি।
কাশ্মীরের কুলগামে পারদ শূন্যের নীচে, গুলমার্গের তাপমাত্রা দেখাচ্ছে মাইনাস ৭ ডিগ্রি।
জম্মু থেকে কাশ্মীর যাওয়ার যে হাইওয়ে, তার অনেকটা অংশ ৫ ইঞ্চি বরফের তলায়।
বাড়ি-ঘর গাছ-পাতা সবই বরফাচ্ছাদিত। অন্যদিকে, শীতে বৃষ্টিপাতের রেকর্ড গড়েছে দিল্লি। ভেঙে গিয়েছে ১২১ বছরের রেকর্ড। দিল্লিতে ৮৮.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
কাঁপছে উত্তর ভারত। এদিকে, বারবার তুষারপাত হয়েছে নৈনিতালেও। রাস্তার দুধারে বরফ জমে নয়নাভিরাম ছবি।
উত্তরাখণ্ডের নৈনিতাল, মুসৌরিতেও দফায় দফায় তুষারপাত হচ্ছে।
পিথোরাগড়েও হয়েছে তুষারপাত।
ডালহৌসি ভেঙেছে তুষারপাতের রেকর্ড।
পর্যটকপ্রিয় সিমলায় বরফ পড়ছে। ২টি জাতীয় সড়ক ও রাজ্যের ১৪৭টি রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে দিতে হয়েছে।
হোটেল থেকে বসতবাড়ি, সবই বরফের চাদরে মুড়ি দিয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -