Maharashtra Rain Alert: বন্ধ স্কুল, প্রবল বর্ষণে বন্যার আশঙ্কা মহারাষ্ট্রে
বৃষ্টির দাপটে বিপর্যস্ত মুম্বই। জলমগ্ন বাণিজ্য়নগরীর বড় অংশ। মুম্বইয়ের পাশাপাশি গোটা উত্তর মহারাষ্ট্রে ১১ থেকে ১৪ জুলাই পর্যন্ত লাল সতর্কতা হাওয়া অফিসের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগত কয়েক দিনের টানা বর্ষণে মঙ্গলবার স্কুল-কলেজ বন্ধের সিদ্ধান্ত নাসিকে।
মঙ্গলবার সকাল সাড়ে আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নাসিকে বৃষ্টিপাতের পরিমাণ ৯৭.৪ মিলিমিটার।
এদিন বৃষ্টিতে সাময়িক বিরতি হলেও একাধিক গ্রামে যোগাযোগের রাস্তা এখনও প্লাবিত।
কিছু বন্যাপ্রবণ এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীকে এর মধ্যেই অপেক্ষাকৃত নিরাপদ জায়গায় সরানো হয়েছে।
গত ১ জুলাই থেকে ১০ জুলাইয়ের মধ্যে বর্ষণ ও সংশ্লিষ্ট ঘটনায় অন্তত ৮৩ জনের প্রাণ গিয়েছে মহারাষ্ট্রে।
সেই ধাক্কা সামলে উঠতে না উঠতেই ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।
কমলা সতর্কতাও জারি করা হয়েছে বেশ কয়েকটি জেলায়। এর মধ্যেই বিপর্যস্ত মহারাষ্ট্রের একাধিক অংশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -