School Closed: দেশে উদ্বেগজনক করোনা পরিস্থিতি, কোন কোন রাজ্য বন্ধ স্কুল-কলেজ?
দেশে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজ্য সরকার নানাবিধ বিধিনিষেধ জারি করেছে করোনা সংক্রমণ আটকাতে। বিভিন্ন রাজ্যেই পরিস্থিতিকে উদ্বেগজনক গন্য করে স্কুল কলেজ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদেশের রাজধানী দিল্লি সহ উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা, পঞ্জাব সহ বিভিন্ন রাজ্যেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। অন্যান্য রাজ্যগুলিতে এ ব্যাপারে চিন্তাভাবনা চলছে।
দেশে করোনা ও করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যায় বৃদ্ধির পরিপ্রেক্ষিতে দিল্লি সরকার সমস্ত স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
বাণিজ্যনগরী মুম্বইতেও করোনা আক্রান্তের সংখ্যার বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত নবম শ্রেণী পর্যন্ত স্কুলে পঠনপাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
করোনা সংক্রমণ বাড়ার পরিপ্রেক্ষিতে উত্তরপ্রদেশ সরকার দশম শ্রেণী পর্যন্ত সমস্ত স্কুলে ১৬ জানুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশ অনুসারে, একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের শুধুমাত্র টিকাকরণের জন্য স্কুলে ডাকা যেতে পারে। পঠন-পাঠন অনলাইনে হবে।
করোনা সংক্রমণে বাড়বাড়ন্তের পরিপ্রেক্ষিতে বিহারেও প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল পরবর্তী আদেশ পর্যন্ত বন্ধ থাকবে।
করোনার কারণে গোয়াতেও স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। রাজ্যে আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
হরিয়ানার উচ্চ শিক্ষা বিভাগ ঘোষণা করেছে যে, করোনা সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় ও কলেজ আগামী ১২ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। অনলাইনে চলবে পঠনপাঠন।
পশ্চিমবঙ্গেও করোনা সংক্রমণের পরিপ্রেক্ষিতে স্কুল-কলেজ,শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কথা ঘোষণা হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -