INS Vikrant: জলে ভাসল আইএনএস বিক্রান্ত, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী গোটা দেশ

Narendra Modi: আনুষ্ঠানিকভাবে আইএনএস বিক্রান্তের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। কেরলের কোচি থেকে জলে ভাসানো হল বিক্রান্তকে।

ফাইল চিত্র

1/9
ভারতে তৈরি প্রথম যুদ্ধবিমানবাহী যুদ্ধজাহাজ INS বিক্রান্ত আজ তার যাত্রা শুরু করল। আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। কেরলের কোচি থেকে জলে ভাসানো হল বিক্রান্তকে। ছবি: পিটিআই
2/9
ভারতীয় নৌবাহিনীর ইতিহাসে মাইলস্টোন। ২ সেপ্টেম্বর, শুক্রবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করলেন আইএনএস বিক্রান্ত-এর। এটিই প্রথম ভারতে তৈরি এয়ারক্রাফট ক্যারিয়ায়। ছবি: পিটিআই
3/9
দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম বিমানবাহী রণতরী এটি। ভারতের নৌ-ইতিহাসে এই প্রথম এত বড় যুদ্ধজাহাজ তৈরি হয়েছে। শুক্রবার সকালে কেরলের কোচিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই বিমানবাহী যুদ্ধজাহাজের যাত্রা শুরু হয়। ছবি: পিটিআই
4/9
এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, 'আইএনএস বিক্রান্ত শুধুমাত্র একটি যুদ্ধাস্ত্র নয়। ভারতের দক্ষতা এবং প্রতিভারও প্রমাণ।' ছবি: পিটিআই
5/9
এদিন ভারতীয় নৌবাহিনীর প্রতীক (New Naval Ensign)-ও নতুন করে উন্মোচিত হল। আগেরটার পরিবর্তে এটি এল। এদিন প্রধানমন্ত্রী বলেছেন, 'এতদিন ব্রিটিশ শাসনের চিহ্ন ছিল ভারতীয় নৌবাহিনীর প্রেতীকে। এবার থেকে তা সরে গেল। ছত্রপতি শিবাজি মহারাজের আদর্শ থেকে অনুপ্রাণিত হয়েছে এই প্রতীক।' ছবি: পিটিআই
6/9
ভারতীয় নৌবাহিনীর Warship Design Bureau-এই যুদ্ধজাহাজের ডিজাইন করেছে। তৈরি করা হয়েছে কোচি শিপইয়ার্ডে। ভারতের একাধিক বৃহৎ শিল্পসংস্থা এবং মাধারি-ক্ষুদ্র শিল্প সংস্থার অবদান রয়েছে এটি তৈরিতে। ছবি: পিটিআই
7/9
আইএনএস বিক্রান্ত কাজ শুরু করার ফলে এখন ভারতীয় নৌবাহিনীর হাতে দুটি কর্মক্ষম বিমানবাহী রণতরী রয়েছে। এই যুদ্ধজাহাজটি ২৬২ মিটার লম্বা। ছবি: পিটিআই
8/9
একাধিক বিমান থাকতে পারবেন এখানে। এয়ার ওয়ার্নিং কপ্টার থাকবে এখানে। প্রায় দেড় হাজার নাবিক থাকবে পারবেন এই যুদ্ধজাহাজে। গোটা জাহাজ তৈরিতে খরচ হয়েছে ২০ হাজার কোটি টাকা। ছবি: পিটিআই
9/9
দেশীয় প্রযুক্তিতে ভারতেই বিমানবাহী যুদ্ধজাহাজ তৈরির ফলে ভারত বিশ্বের হাতেগোনা কয়েকটি দেশের সঙ্গে একই সারিতে চলে এল, যারা নিজেরাই বিমানবাহী রণতরী তৈরি করতে পারে। এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে উপস্থিত ছিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। ছবি: পিটিআই
Sponsored Links by Taboola