Modi Speech Highlights : '১০০ শতাংশ টিকাকরণ কেন্দ্রের দায়িত্ব' রাজ্যসভায় আর কী বললেন মোদি
লোকসভার পর রাজ্যসভা। ফের মোদির নিশানায় কংগ্রেস। রাষ্ট্রপতির বক্তৃতার জবাবি ভাষণে তাঁর খোঁচা, ২০১৩-র দুর্দশা ভুলতে পারছেন না অনেকে !
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১০০ শতাংশ টিকাকরণ কেন্দ্রের দায়িত্ব, রাজ্যসভায় বললেন মোদি। তিনি বলেন, ' ১০০ বছরে সবথেকে বড় অতিমারী করোনা। ‘করোনা মোকাবিলায় ভারতের কাজের প্রশংসা করছে গোটা বিশ্ব। এই কৃতিত্ব একা সরকারের নয়, ১৩০ কোটি দেশবাসীর। ১০০ শতাংশ টিকাকরণের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। ‘
' এখন গরিবেরও পাকা ঘর হয়। গরিবকেও লাখপতি বলা যায়' , রাজ্যসভায় জবাবি ভাষণে দাবি করলেন মোদি।
মোদি আরও বললেন, ' ৭৫ বছরের জমে থাকা খামতি মেটাতে হবে। সরকারি সহায়তা মূল্যে ফসল কেনায় রেকর্ড করেছে এই সরকার।'
করোনা কালে দেশবাসীকে বিনামূল্যে রেশনের ব্যবস্থার কথা ঘোষণা করেছিল কেন্দ্র। প্রধানমন্ত্রীর দাবি, ‘৮০ কোটি পরিবারের জন্য বিনামূল্যে রেশনের ব্যবস্থা করা হয়েছে কেন্দ্রের তরফে’
৫ কোটি পরিবারে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করা হয়। এছাড়াও কেন্দ্র কৃষকদের লকডাউনের আওতার বাইরে রাখার মতো সাহসী সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেন মোদি।
‘ভারত এখন মোবাইল ফোন উত্পাদনে অগ্রণী ভূমিকায়’ বললেন মোদি।
তিনি বিজেপি সরকারকে ইউপিএ সরকারের সঙ্গে তুলনা করেন। বলেন, কংগ্রেসের সময়ে মুদ্রাস্ফীতির হার দুউ অঙ্কে ছিল। তিনি আরও বলেন, মহামারী এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ৭% এর বেশি মূল্যস্ফীতির হার থাকা সত্ত্বেও, তার সরকার ৫.২% এ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে রাখতে পেরেছে।
সোমবার লোকসভায় জবাবি ভাষণেও কংগ্রেসকে তুলোধনা করেন নরেন্দ্র মোদি। বিদ্রুপের সুরে তিনি বলেন, ' দেখে মনে হয়, কংগ্রেস ১০০ বছরেও ক্ষমতায় আসতে চায় না।'
রাজ্যসভায় প্রধানমন্ত্রীর জবাবি ভাষণে তিনি বলেন, ‘দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। কাজে যেটুকু খামতি আছে, তা দূর করতে হবে। '
- - - - - - - - - Advertisement - - - - - - - - -