Raksha Bandhan Celebrations: একদিন আগেই দেশজুড়ে শুরু রাখিবন্ধন উৎসব, গুজরাতে 'মোদি'র হাতে রাখি
রাত ফুরোলেই শুরু রাখি বন্ধন উৎসব। তার আগেই দেশের বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে এই উৎসব পালন। বিভিন্ন জায়গায় চলছে জমিয়ে কেনাকাটা। বুধবার তেমনই ছবি দেখা গেল নভি মুম্বইয়ে। ছবি: পিটিআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকচিকাঁচাদের কাছে যে কোনও উৎসব মানেই আনন্দের সুযোগ। তার মধ্যে রাখিবন্ধন ছোটদের কাছে অনেকটাই বিশেষ মর্যাদা পায়। বুধবার, পাটনায় গাছের গায়ে রাঁখি বেধে উৎসব পালন খুদে স্কুল পড়ুয়াদের। ছবি: পিটিআই
প্রচলিত সংস্কার রয়েছে যে বোনেদের রক্ষা করার জন্যই ভাইদের হাতে রাখি পরানো হয়। সমাজে ক্ষতি থেকে রক্ষা করেন পুলিশকর্মীরা। সেই কারণে তাঁদের হাতেই রাখি পরালেন ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার সদস্যরা। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ছবি। ছবি: পিটিআই
রাখি সৌভ্রাতৃত্বের উৎসব। ধর্মীয়, সামাজিক বেড়াজাল ভেদ করে মিলনের উৎসব বলে মনে করা হয়। সেইভাবেই উৎসব পালনের ছবি দেখা গেল গুজরাতের আহমদাবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাট আউটে রাখি পরাচ্ছে মুসলমান সম্প্রদায়ের মহিলারা। ছবি: পিটিআই
রাখি বন্ধন উৎসব পালন শুরু হয়ে গিয়েছে জম্মুতেও। সেনাকর্মীদের হাতে রাখি পরিয়ে দিচ্ছে স্থানীয় স্কুলের পড়ুয়ারা। জম্মুর একটি সেনা ক্যাম্পে হয় অনুষ্ঠান। ছবি: পিটিআই
জম্মুতে আরও একাধিক জায়গায় বুধবার রাখি বন্ধন উৎসব পালিত হয়েছে। বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরিয়ে দেন স্থানীয় মহিলারা। ছবি: পিটিআই
মহারাষ্ট্রের থানেতেও চলছে কেনাকাটা। শেষ মুহূর্তে পছন্দের রাখি বেছে নিতে ভিড় ক্রেতাদের। ছবি: পিটিআই
অন্যরকম রাখি উৎসব। রাখি বন্ধন দিবসের আগে বিশালাকৃতি রাখি তৈরি করে তাক লাগিয়ে দিলেন ফরিদাবাদের একটি প্রতিষ্ঠানের পড়ুয়ারা। ছবি: পিটিআই
উত্তরপ্রদেশের নয়ডাতেও শুরু হয়ে গিয়েছে রাখি বন্ধন উৎসব। এই বছর ১১ আগস্ট রাখি বন্ধন উৎসব। পঞ্চাঙ্গ জানাচ্ছে যে, শ্রাবণ পূর্ণিমার এই তিথি ১১ আগস্ট, বৃহস্পতিবার সকাল ১০টা বেজে ৩৮ মিনিট থেকে শুরু হবে। শুক্রবার, ১২ আগস্ট সকাল সাতটা বেজে ৫ মিনিট পর্যন্ত থাকবে। ছবি: পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -