Cytomegalovirus cases: বাড়ল উদ্বেগ! ভারতে খোঁজ মিলল সাইটোমেগালো ভাইরাসে আক্রান্তদের, উপসর্গ কী কী
একদিকে কোভিড অতিমারি, সঙ্গে একাধিক ফাঙ্গাল ইনফেকশনের রক্তচক্ষু, তার মাঝেই আবার হাজির নতুন বিপদ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতে খোঁজ মিলল সাইটোমেগালো ভাইরাসের। মঙ্গলবার রাজধানীতে এমন পাঁচ আক্রান্তের খোঁজ মিলেছে। ভারতে যা প্রথম।
কোভিড সারিয়ে ওঠার পর এই রোগের শিকার হয়েছেন সকলেই। মারণ ভাইরাসের কবল থেকে সুস্থ হয়ে ওঠার তিন-চার সপ্তাহ পরে দেখা দিচ্ছে যে প্রভাব।
নয়াদিল্লির শ্রী গঙ্গারাম হাসপাতালে খোঁজ মিলেছে সাইটোমেগালো ভাইরাসে আক্রান্তদের। নতুন রোগ প্রসঙ্গে জানিয়েছেন সেখানকার চিকিৎসকরা।
গঙ্গারাম হাসলপাতালের লিভার ও গ্যাস্ট্রোএন্ট্রোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর অনিল অরোরা জানিয়েছেন, কোভিড সারিয়ে ওঠার ২০-৩০ দিন পর এই ভাইরাস ধরা পড়ছে।
রোগীদের প্রত্যেকেরই তলপেটে প্রচণ্ড ব্যথা। মলের সঙ্গে রক্তপাতের দেখা গিয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, ৮০ থেকে ৯০ শতাংশ ভারতীয়র শরীরে এই ভাইরাস থাকলেও সেটা শরীরের প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট থাকায় তা কোনও ক্ষতি করতে পারে না।
কিন্তু যারা কোভিড আক্রান্ত হয়েছেন, তাদের অনেকেরই শরীরের স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট ধাক্কা খেয়েছে। যার সুযোগে ক্ষতিকর হয়ে উঠেছে ভাইরাসটি।
চিকিৎসকরা বলেছেন, ৫ রোগীর মধ্যে ২ জনের যথেষ্ট পরিমাণ রক্তপাত হয়েছে। বাকিদের ক্ষেত্রে রক্তপাত হলেও তা ততটা বেশি নয়।
কোনওরকম উপসর্গ থাকলে দ্রুত চিকিৎসকের দ্বারস্থ হলে ভাইরাসটি সেভাবে ক্ষতি করতে পারবে না বলেও আশ্বস্ত করেছেন তারা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -