Monsoon Destinations in India : এ যেন নৈস্বর্গিক দৃশ্য ! বর্ষায় ভ্রমণের সেরা ঠিকানা
মেঘলা আকাশ, মুষলধারায় বৃষ্টি। এর সঙ্গে অপূর্ব প্রাকৃতিক শোভা। কার না ভাল লাগে ! বর্ষা আসতেই ভ্রমণে বেরিয়ে পড়তে ইচ্ছা করছে ? কিন্তু, কোথায় যাবেন ? বর্ষায় দেশের কয়েকটি সেরা পর্যটনকেন্দ্রের তালিকা রইল এখানে। দেখে নিন একনজরে.. (ছবি সৌজন্যে : Pixabay)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appওয়েইনাড়- কেরলের একটি বিখ্যাত হিল স্টেশন। বর্ষায় ছুটি কাটানোর অন্যতম সেরা গন্তব্য।(ছবি সৌজন্যে : Pixabay)
উদয়পুর- বর্ষায় রাজস্থানের এই শহর তার অপূর্ব শোভায় ধরা দেয়। বৃষ্টির মধ্যেই ঘুরে দেখতে পারেন হ্রদ, রাজপ্রাসাদ, সঙ্গে নিতে পারেন নৌকায় ভ্রমণের আনন্দ।(ছবি সৌজন্যে : Pixabay)
লাদাখ- যারা রোমাঞ্চ ভালবাসেন, তাঁদের জন্য বর্ষায় লাদাখ সেরা ঠিকানা হয়ে উঠতে পারে। হ্রদ, রং-বেরঙের মঠ মুগ্ধ করে ভ্রমণার্থীদের।(ছবি সৌজন্যে : Pixabay)
পুদুচেরি- ছবির মতো সুন্দর শহর। নজরকাড়া ঔপনিবেশিক স্থাপত্য। এখানকার আবহাওয়াও মনোরম। বৃষ্টির সময় অপূর্ব সুন্দর লাগে এই শহর।(ছবি সৌজন্যে : Pixabay)
জয়পুর - বর্ষায় মনোরম আবহাওয়া থাকে রাজস্থানের এই শহরে। অসাধারণ লাগে এখানকার স্থাপত্য। এই মরসুমে আলাদা সৌন্দর্য নিয়ে ধরা দেয় গোলাপি শহর।(ছবি সৌজন্যে : Pixabay)
জগ জলপ্রপাত- কর্ণাটকের জগ জলপ্রপাত দেখার আদর্শ সময় বর্ষাকাল। জলপ্রপাত ঘিরে থাকা সবুজ চোখ জুড়িয়ে দেয়।(ছবি সৌজন্যে : Pixabay)
শিলং- খাসি উপত্যকা ও জয়ন্তী পাহাড়ে ঘেরা । রোমাঞ্চপ্রেমীদের জন্য বর্ষার সেরা ঠিকানা মেঘালয়ের শিলং।(ছবি সৌজন্যে : Pixabay)
কুর্গ- কর্ণাটকের কুর্গ কফি গাছের জন্য বিখ্যাত। এখানে বিশাল এলাকা জুড়ে রয়েছে জঙ্গল। বর্ষায় ভ্রমণের আদর্শ ঠিকানা।(ছবি সৌজন্যে : Pixabay)
দার্জিলিং - 'পাহাড়ের রানি'। হিমালয়ের পাদদেশে অবস্থিত পশ্চিমবঙ্গের দার্জিলিং ভ্রমণপ্রেমীদের অন্যতম সেরা ঠিকানা। বিশেষ করে বর্ষায় এর সৌন্দর্য সকলকে মুগ্ধ করে।(ছবি সৌজন্যে : Pixabay)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -