Covid Vaccination : সেল্ফি, ভয়, চোখে জল... ভারতে শুরু ১২-১৪ বছর বয়সীদের টিকাকরণ
এবার ১২ ঊর্ধ্বদের জন্য করোনার ভ্যাকসিন। বুধবার থেকে শুরু হল ১২ থেকে ১৪ বছর বয়সীদের ভ্যাকসিনেশন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅন্যদিকে, এ রাজ্যে এখনও লাগবে সময়। প্রস্তুতি তুঙ্গে, ২-৩দিনেই শুরু হবে ১২ ঊর্ধ্বের ভ্যাকসিনেশন, জানান স্বাস্থ্য অধিকর্তা।
চলতি বছরের ৩ জানুয়ারি ১৫ থেকে ১৮ বছর বয়সীদের করোনা ভ্যাকসিনেশন চালু হয়েছিল। অপেক্ষা ছিল ১২ থেকে ১৪ বছর বয়সীদের ভ্যাকসিনেশনের। সেইমতো ভ্যাকসিনেশন শুরু হয় এই বয়সীদের। টিকা নিতে গিয়ে কিশোর-কিশোরীদের মধ্যে নানা রকমের প্রতিক্রিয়া ধরা পড়ল ক্যামেরায়। উপরের ছবিটিতে দেখা যাচ্ছে, নয়া দিল্লির এক ছাত্র টিকা নিচ্ছে। প্রথম দিনেই রাজধানীতে এই বয়সের টিকাকরণে ভাল সাড়া মিলল।
প্রথম দিনেই রাজধানীতে এই বয়সের টিকাকরণে ভাল সাড়া মিলল।
এই ছবিতেও নয়া দিল্লিতে এক ছাত্রীকে টিকা নিতে দেখা যায় ভ্যাকসিনেশন সেন্টারে। প্রসঙ্গত, সপ্তাহান্তে যখন স্কুল বন্ধ থাকবে, সেই সময় আরও অনেকে টিকা নিতে আসবে বলে আশা করা হচ্ছে।
এই ছবিতে রাজকোটের এক কিশোরীকে টিকা দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, এবছর পয়লা মার্চ পর্যন্ত ১২ থেকে ১৩ বছর বসয়ী কিশোর-কিশোরী রয়েছে ৪.৭ কোটি।
লখনউয়ে টিকা নেওয়ার সময় এক ছাত্রী সেল্ফি নিচ্ছে। উত্তরপ্রদেশে ১২ থেকে ১৪ বছর বয়সী ৮৪.৬৪ লক্ষ শিশুকে ভ্যাকসিন দেওয়া হবে।
গুয়াহাটিতে এক ছাত্রীকে টিকা দিচ্ছেন স্বাস্থ্যকর্মী। ভয়ে চোখ বুজে ফেলতে দেখা যায় ছাত্রীকে। অসমের মুখ্যমন্ত্রী কিশোর-কিশোরীদের ভ্যাকসিন দেওয়ার জন্য তাদের অভিভাবকদের অনুরোধ জানিয়েছেন।
মহারাষ্ট্রের থানেতে টিকা নেওয়ার জন্য অপেক্ষারত কিশোর-কিশোরীরা। এই রাজ্যে ৩৯ লক্ষকে কিশোর-কিশোরীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
চেন্নাইয়ে টিকা নেওয়ার পর একে অপরের সঙ্গে কথা বলছে কিশোরীরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -