Bollywood Movies Promotion: ছবির প্রচারে ক্যামেরাবন্দি বিদ্যা বালান ও রকুলপ্রীত সিংহ
মুম্বইয়ের জুহুতে এদিন আগামী ছবি 'জলসা'র প্রচারে এসে ক্যামেরাবন্দি হলেন অভিনেত্রী বিদ্যা বালান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপরনে বাদামী রঙের শাড়ি, সঙ্গে লং কোট। মানানসই হালকা মেকআপ ও গয়নায় স্নিগ্ধ দেখাচ্ছিল তাঁকে।
গত বুধবার মুক্তি পেয়েছে বিদ্যা বালান ও শেফালি শাহ অভিনীত আগামী থ্রিলার 'জলসা' ছবির ট্রেলার। মায়ার চরিত্রে বিদ্যা বালান ও রুকসানার চরিত্রে শেফালি।
দুই মহিলা ও তাঁদের আশেপাশে, বা তাঁদের জীবনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা যা সবকিছু ওলটপালট করে দেয়, তেমনই গল্প বলবে 'জলসা'।
ট্রেলারের শুরুতেই একটি 'হিট অ্যান্ড রান' (hit and run) দুর্ঘটনা দেখা যায়। এরপর দুই মুখ্য চরিত্র মায়া মেনন ও রুকসানার সঙ্গে পরিচয় হয় দর্শকের। মায়া মেনন একজন দুঁদে সাংবাদিক। অন্যদিকে রুকসানার মেয়ে ওই দুর্ঘটনায় প্রাণ হারায়। এরপর এক এক করে গোপনীয়তা, মিথ্যা, সত্যি, প্রতারণার জাল বিস্তৃত হতে থাকে ট্রেলার জুড়ে।
অন্যদিকে এদিনই নিজের ছবি 'অ্যাটাক'-এর প্রচারে এসে পাপারাৎজিদের ফ্রেমবন্দি হলেন রকুলপ্রীত সিংহ।
সাদা-সবুজ-নীল রঙের শর্ট স্কার্ট ও টপে বেশ নজর কাড়লেন অভিনেত্রী।
আগামী ১ এপ্রিল সিনেমা হলে মুক্তি পাবে বলিউড অভিনেতা জন আব্রাহামের নতুন ছবি 'অ্যাটাক'। অন্যান্য মুখ্য চরিত্রে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্ডেজ, রকুলপ্রীত সিংহকে।
এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলিউডের বেশ কয়েকজন তাবড় অভিনেতাকে। প্রকাশ রাজ, রত্না পাঠক শাহ রয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে।
এই ছবিতে জন আব্রাহামকে একজন সুপার হিউম্যান সোলজারের ভূমিকায় দেখা যাবে। যাঁকে দেখা যাবে সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদী হামলার হাত থেকে মানুষকে রক্ষা করতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -