Mamata Banerjee : সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো থেকে শিবসেনা নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ, ছবিতে মমতার মুম্বই সফর
২ দিনের মুম্বই সফরে মমতা বন্দ্যোপাধ্যায়(ছবি : ANI)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমুম্বই পৌঁছে প্রথমে বিমানবন্দর থেকে সিদ্ধি বিনায়ক মন্দিরে যান তিনি।(ছবি সৌজন্যে : All India Trinamool Congress-র ট্যুইটার অ্যাকাউন্ট)
সেখানে পুজো দেন(ছবি সৌজন্যে : All India Trinamool Congress-র ট্যুইটার অ্যাকাউন্ট)
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের স্বাস্থ্যের জন্য প্রার্থনা করেছেন বলে জানান তিনি(ছবি সৌজন্যে : All India Trinamool Congress-র ট্যুইটার অ্যাকাউন্ট)
পরে যান পুলিশ মেমোরিয়ালে।(ছবি সৌজন্যে : All India Trinamool Congress-র ট্যুইটার অ্যাকাউন্ট)
২৬/১১ মুম্বই জঙ্গি হামলায় নিহত পুলিশ কর্মী ও জওয়ানদের শ্রদ্ধা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তুকারাম ওম্বলের মূর্তিতে শ্রদ্ধা জানান। ২০০৮-এর মুম্বই জঙ্গি হামলায় কর্তব্যরত অবস্থায় প্রাণ হারান মুম্বই পুলিশের এই অফিসার(ছবি সৌজন্যে : All India Trinamool Congress-র ট্যুইটার অ্যাকাউন্ট)
এরপর তাঁর সঙ্গে আদিত্য ঠাকরে এবং সঞ্জয় রাউতের বৈঠক হয়।
মমতাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান আদিত্য-সঞ্জয়
বিভিন্ন ইস্যু নিয়ে ওঁর সঙ্গে কথা হয়েছে। তবে, তাঁকে মুম্বইয়ে স্বাগত জানাতে এসেছিলাম বলে জানান আদিত্য ঠাকরে। image 9
- - - - - - - - - Advertisement - - - - - - - - -