November Destinations : শীতের আমেজ গায়ে মেখে ঘুরতে ইচ্ছা করছে ? যেতে পারেন এই জায়গাগুলি
ধীরে ধীরে শীতের আমেজ পড়ছে। যদিও এই সময়টা আমরা অনেকেই কম্বল জড়িয়ে বিছানা পড়ে থাকতেই বেশি ভালবাসি। কিন্তু, ছোটখাট ভ্রমণ খারাপ হবে না।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু, কোথায় ঘুরতে যাবেন ? দেশের এরকম কয়েকটি জায়গার হালহকিকত দেওয়া রইল...
গোয়া - সুদীর্ঘ সৈকত, রাতের জীবন-যাত্রা-সহ বিভিন্ন রোমাঞ্চে ভরা। রয়েছে স্কুবা ডাইভিং, হেরিটেজ ওয়াক ও শপিংয়ের ব্যবস্থা। এই সময়ে ঘোরার পক্ষে আদর্শ জায়গা গোয়া।
জয়পুর- রাজস্থানের রাজধানী তথা 'গোলাপি শহর' নামে খ্যাত। বহু প্রাচীন দুর্গ, রাজপ্রাসাদ ও বাজার ঘুরে দেখতে পারেন এখানে। এছাড়াও রয়েছে অন্যান্য আকর্ষণ।
কেরল- 'ঈশ্বরের আপন দেশ' নামে খ্যাত। নভেম্বরে মধুচন্দ্রিমার জন্য আদর্শ জায়গা কেরল। কারণ, এই সময়ে সেখানে আবহাওয়া থাকে মনোরম।
জয়সলমের- থরের উপকণ্ঠে রয়েছে 'গোল্ডেন সিটি' জয়সলমের। রয়েছে প্রাচীন মন্দির, হাভেলি ও বিশাল দুর্গ। নভেম্বরে ভ্রমণের অন্যতম সেরা ঠিকানা।
মুসৌরি- দুন উপত্যকায় অবস্থিত মুসৌরিকে 'পাহাড়ের রানি' বলা হয়। নভেম্বর-ডিসেম্বরে ঘোরার পক্ষে আদর্শ।
আগ্রা- যমুনা নদীর তীরে অবস্থিত। তাজমহল ছাড়াও এখানকার ঐতিহাসিক স্মৃতিসৌধ, দুর্গে ঘেরা এই শহর পর্যটকদের আকৃষ্ট করে।
খাজুরাহো- মধ্যপ্রদেশের ছতরপুর জেলায় অবস্থিত। UNESCO-র ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও। নভেম্বরে এখানকার আবহাওয়া ঘোরার পক্ষে আদর্শ।
মানালি- ছবির মতো সুন্দর জায়গা। রয়েছে সবুজ উপত্যকা ও বরফাবৃত শিখর। অপূর্ব সৌন্দর্যের জন্য ঘুরে আসতে পারেন এখানেও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -