PM Modi in Kedarnath : দেবভূমে প্রধানমন্ত্রী, কেদারনাথ মন্দিরে দিলেন পুজো; একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা
দেবভূমে প্রধানমন্ত্রী। কেদারনাথে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতার জন্য আজ সকালে তিনি এসেছেন কেদারনাথে।
প্রধানমন্ত্রীকে মাথায় হিমাচলি টুপি ও পাহাড়ি পোশাক পরিধান করে থাকতে দেখা যায়।
প্রধানমন্ত্রীর এই পোশাক নিয়ে শুরু হয়েছে চর্চা। হিমাচল প্রদেশে এই উপহার পেয়েছিলেন মোদি।
হিমাচল প্রদেশের চাম্বার মহিলারা প্রধানমন্ত্রীকে পাহাড়ি পোশাক উপহার দিয়েছিলেন।
সূত্রের খবর, প্রধানমন্ত্রী ওই মহিলাদের কথা দিয়েছিলেন, ঠান্ডার কোনও জায়গায় গেলে এই পোশাক তিনি পরবেন।
কেদারনাথে এসে বাবা কেদারের দর্শন ও মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী। কেদারনাথ থেকে তিনি যাবেন বদ্রিনাথে।
প্রধানমন্ত্রী হওয়ার পর এর আগে ৫ বার কেদারনাথে এসেছেন নরেন্দ্র মোদি।
২০১৭-য় ২ বার। ২০১৮-এ একবার, পরের বছর, ২০১৯-এ ফের কেদারনাথে যান মোদি।
এরপর ২০২১-এর পর এবার ২০২২-এও মোদি কেদারনাথে এলেন। অর্থাত্, ২০১৭-থেকে প্রতি বছরই দেবভূমে এসেছেন প্রধানমন্ত্রী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -