প্রবল বৃষ্টি চেন্নাইয়ে, বিপর্যস্ত জনজীবন, আগামী ২৪ ঘণ্টাও লাল সতর্কতা
চেন্নাইয়ে প্রবল বৃষ্টির দাপট। তামিলনাড়ুর চেন্নাই, তিরুভাল্লুর, চেঙ্গালাপাট্টু সহ একাধিক এলাকা রীতিমতো প্লাবিত হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশনিবার রাত থেকে প্রবল বৃষ্টি হচ্ছে চেন্নাইয়ে। চেন্নাইয়ের বিভিন্ন এলাকা পুরো জলমগ্ন। সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
আবহওয়া অফিসের তরফে বলা হয়েছে, তামিলনাড়ু উপকূলের জেলাগুলিতে বৃষ্টির কারণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত।
স্থানীয় প্রশাসন জানিয়েছে ধীরে ধীরে হ্রদ থেকে জল ছাড়া হলে তা বন্যার হাত থেকে চেন্নাইয়ের বিস্তীর্ণ এলাকাকে বাঁচাতে সাহায্য করবে।
বন্ধ করে দেওয়া হয়েছে সব স্কুল, সরকারি অফিস। আগামী ২৪ ঘণ্টাও লাল সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে আগামী বুধবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে।
রাতদিন এক করে ইতিমধ্যে তামিলনাড়ুর সমস্ত উপকূলবর্তী এলাকায় কাজ শুরু করে দিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
এগমোর, পাডি ব্রিজ, এবং জওহর নগর সহ ১৪ টি জলমগ্ন এলাকা পরিদর্শন করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিন।
বেসরকারি অফিসের কর্মীদের অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন বাড়ি থেকে কাজ করেন। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন জরুরী ভিত্তিতে অফিস বন্ধ রাখার কথাও বলেছেন।
চেন্নাই সহ মোট ১১-১২টি জেলা বিশাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -