Snowfall At North India: তুষারে গা ঢাকল ভূস্বর্গ, ঝমঝমিয়ে বৃষ্টি দিল্লিতে, কাঁপছে উত্তর
দিল্লিতে বৃষ্টি, কাশ্মীরে তুষারপাত। ভারতীয় মৌসম ভবনের পূর্বাভাস, আগামী তিনদিন উত্তর-পশ্চিম, মধ্য ও পূর্ব ভারতে বৃষ্টি হবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদিল্লিতে শুরু হয়েছে হালকা বৃষ্টি। আগামী ৩-৪ দিন এমনই বৃষ্টি হবে বলেই পূর্বাভাস।
কাশ্মীরে প্রবল তুষারপাত শুরু হয়েছে।
বরফের চাদরে ঢেকেছে উত্তরাখণ্ডের চামোলি জেলার আউলি।
বদ্রীনাথ মন্দিরেও পুরু বরফের আস্তরণ।
জম্মু ও কাশ্মীরের দোদা অঞ্চলে গতকাল প্রবল তুষারপাত হয়েছে। উত্তরাখণ্ডের চামোলি জেলার আউলিতেও তুষারপাত হয়েছে।
হিমাচলে কুলু, চাম্বা, সিমলা, লাহুল-স্পিতি এবং কিন্নরে পাহাড়ে মাঝারি তুষারপাত হয়েছে।
ভূস্বর্গে তুষারপাতের ফলে বান্দিপোরা-গুরেজ এবং শ্রীনগর-লে ছাড়াও মাচিল, কেরান এবং কর্নাহর রাস্তাও বন্ধ হয়ে গিয়েছে।
নতুন করে তুষারপাতে আজ সকালে রাজদান এবং অন্যান্য সংলগ্ন এলাকায় ৩ ইঞ্চি পুরু বরফ জমেছে, যার ফলে বান্দিপোরা-গুরেজ হাইওয়ে বন্ধ হয়ে গেছে।
বর্তমানে ৪০ দিন ধরে লম্বা সময় ধরে কবলে রয়েছে, যা স্থানীয়ভাবে 'চিল্লাই কালান' নামে পরিচিত, যা 21 ডিসেম্বর থেকে শুরু হয়েছিল
- - - - - - - - - Advertisement - - - - - - - - -