Snowfall in North India : সিমলা থেকে ভূস্বর্গ, তুষারশুভ্র বরফে ঢাকল পাহাড়-কোল, উল্লসিত পর্যটকরা
আবহাওয়া দফতর সমতল ভূমিতে ব্যাপক হালকা বৃষ্টি এবং কাশ্মীরের পাহাড়ি এলাকায় আরও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে। জম্মুতে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবারামুল্লার গুলমার্গের বিখ্যাত স্কি-রিসর্ট কুপওয়ারার মাচিল এবং তাংধর এলাকায়, বান্দিপোরা জেলার গুরেজে নতুন তুষারপাত হয়েছে।
শ্রীনগর-লে হাইওয়ের দ্রাস-কারগিল এলাকায়ও নতুন করে তুষারপাত হয়েছে।
সামনেই ক্রিসমাস। তার আগেই শীতের আনন্দে ভেসেছেন পর্যটকরা।
ভূস্বর্গের গুলমার্গ মঙ্গলবার ঢাকল তুষার-চাদরে। পর্যটকরা মাতলেন দেদার আনন্দে।
শীতের মুখে হিমাচলপ্রদেশে এখন পর্যটকদের উপচে পড়া ভিড়। এরই মধ্যে বাড়তি পাওয়া তুষারপাত।
সোমবার সিমলা , কুফরি ও নারকান্দা ঢেকে গেল তুষারে। পর্যটকরাও দেদার খুশি। কাউকে দেখা গেল বরফের গোলা পাকিয়ে খেলতা। কেউ মাতলেন স্কেটিং-এ।
হিমাচলের রাজধানী শহরে পর্যটকদের হইচই ছিল চোখে পড়ার মতো। সেই সঙ্গে পড়ল বৃষ্টি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -