Snowfall in North India : সিমলা থেকে ভূস্বর্গ, তুষারশুভ্র বরফে ঢাকল পাহাড়-কোল, উল্লসিত পর্যটকরা

সিমলা থেকে ভূস্বর্গ, তুষারশুভ্র বরফে ঢাকল পাহাড়-কোল, উল্লসিত পর্যটকরা

1/8
আবহাওয়া দফতর সমতল ভূমিতে ব্যাপক হালকা বৃষ্টি এবং কাশ্মীরের পাহাড়ি এলাকায় আরও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে। জম্মুতে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে।
2/8
বারামুল্লার গুলমার্গের বিখ্যাত স্কি-রিসর্ট কুপওয়ারার মাচিল এবং তাংধর এলাকায়, বান্দিপোরা জেলার গুরেজে নতুন তুষারপাত হয়েছে।
3/8
শ্রীনগর-লে হাইওয়ের দ্রাস-কারগিল এলাকায়ও নতুন করে তুষারপাত হয়েছে।
4/8
সামনেই ক্রিসমাস। তার আগেই শীতের আনন্দে ভেসেছেন পর্যটকরা।
5/8
ভূস্বর্গের গুলমার্গ মঙ্গলবার ঢাকল তুষার-চাদরে। পর্যটকরা মাতলেন দেদার আনন্দে।
6/8
শীতের মুখে হিমাচলপ্রদেশে এখন পর্যটকদের উপচে পড়া ভিড়। এরই মধ্যে বাড়তি পাওয়া তুষারপাত।
7/8
সোমবার সিমলা , কুফরি ও নারকান্দা ঢেকে গেল তুষারে। পর্যটকরাও দেদার খুশি। কাউকে দেখা গেল বরফের গোলা পাকিয়ে খেলতা। কেউ মাতলেন স্কেটিং-এ।
8/8
হিমাচলের রাজধানী শহরে পর্যটকদের হইচই ছিল চোখে পড়ার মতো। সেই সঙ্গে পড়ল বৃষ্টি।
Sponsored Links by Taboola