Solar Eclipse 2022: গ্রহণের গ্রাসে যাপন, কোপ খাওয়া-দাওয়ায়! সূর্যগ্রহণ ও কুসংস্কার
শনিবার বছরের প্রথম সূর্যগ্রহণ। দুপুর ১২টা বেজে ১৫ মিনিট থেকে ১ মে ভোর ৪টে বেজে ৭ মিনিট পর্যন্ত চলবে গ্রহণ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএটি আংশিক সূর্যগ্রহণ, অর্থাৎ সূর্য এবং পৃথিবীর মধ্যিখানে থাকছে চাঁদ। সমান্তরাল অবস্থান না হওয়ায়, চাঁদের অর্ধেক ছায়া সূর্যের অর্ধেক ঢেকে দেয়।
জ্যোতির্বিজ্ঞানে সূর্যগ্রহণ যদিও মহাজাগতিক ঘটনা বলেই বিবেচিত, কিন্তু সাধারণ মানুষ, বিশেষত ভারতীয়দের মধ্যে সূর্যগ্রহণ নিয়ে নানা বিধি-নিয়ম প্রচলিত রয়েছে।
সূর্য এবং গ্রহ-নক্ষত্রের অবস্থান বদলের সঙ্গে ব্যক্তি জীবনে এবং স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে বলে মনে করা হয়। বিশেষ করে গর্ভবতী মহিলাদের উপর এর প্রভাব পড়ে বলে বিশ্বাস বহু মানুষের।
তাই সূর্যগ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলাদের বাড়ির বাইরে পা না রাখার পরামর্শ দিয়ে থাকেন অনেকে। সূর্যের ক্ষতিকর আলোকরশ্মি গায়ে পড়লে সময়ের আগে সন্তানপ্রসব থেকে গর্ভপাতের আশঙ্কাও থেকে যায় বলে বিশ্বাস করেন বহু মানুষ।
এর সপক্ষে বৈজ্ঞানিক কোনও প্রমাণ মেলেনি। বরং গোটা বিষয়টিকেই কুসংস্কার বলে মানেন আধুনিক মনস্করা। তবে সাংসারিক জীবনে আজও বহু নারীই এই বিশ্বাস নিয়ে চলেন। সূর্য গ্রহণের সময় বাড়ির বাইরে পা রাখা, ওই সময়ে কিছু খাওয়া থেকে বিরত থাকেন তাঁরা।
সূর্যগ্রহণের পর স্নান করে নেন মহিলারা, যাতে নেতিবাচক সব কিছু ঝেড়ে ফেলা যায়। সূর্যগ্রহণের সময় ধারাল বস্তুর ব্যবহার, বা ঝুঁকিপূর্ণ কাজও না করার পরামর্শ দেন বয়স্করা।
লোককথা অনুযায়ী, সূর্যগ্রহণের সময় রান্না চাপানো উচিত নয়। সবর্যের ক্ষতিকর রশ্মি খাবাররে উপর এসে পড়ে বলে দাবি শোনা যায়। তবে বিজ্ঞানীদের দাবি, তা-ই যদি হতো, তাহলে প্যাকেটজাত খাবার, মাঠের ধআন, গম কিছুই রক্ষা পেত না।
এই সময় বাসি খাবার না খাওয়ার পরামর্শও দেন অনেকে। গ্রহণ কেটে গেলে তুলসি পাতা চিবনোর চল ছিল এক সময়। এতে শরীর থেকে সমস্ত ব্যাকটিরিয়া বেরিয়ে যায় বলে দাবি করা হতো। তবে এ সবই গল্পকথা। এর সপক্ষে কোনও বৈজ্ঞানিক তথঅয-প্রমাণ মেলেনি।
এর পাশাপাশি, গ্রহণের সঙ্গে এ বার ঘটছে আরও এক বিরল মহাজাগতিক ঘটনা, যা হল ব্ল্যাক মুন। এই ব্ল্যাক মুনের ছায়াতেই সূর্যের অর্ধেক ঢাকছে। কোনও মাসে পর পর দু’বার অমাবস্যা পড়লে, দ্বিতীয় অমাবস্যাকে বলা হয় ব্ল্যাক মুন বা কৃষ্ণ চাদ। এর আগে, ১ এপ্রিল অমাবস্যা ছিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -