PM Modi: ‘আইনের পরিভাষা সহজবোধ্য করার কাজ চলছে', বিচারপতিদের সম্মেলনে জানালেন মোদি
আজ দিল্লিতে আইনমন্ত্রকের অনুষ্ঠানে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপস্থিত ছিলেন অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রমনা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রধানমন্ত্রীর উপস্থিতিতেই বিচারব্যবস্থায় সরকারি হস্তক্ষেপ নিয়ে মুখ খুললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তাঁর মতে, গণতান্ত্রিক পরিকাঠামোয় শাসন, আইন এবং বিচার ব্যবস্থার মধ্যে ক্ষমতার পৃথকীকরণ করে দিয়েছে সংবিধানই। তাই দায়িত্ব পালন করতে গিয়ে কোনও পক্ষেরই ‘লক্ষণরেখা’ অতিক্রম করা উচিত নয়।
অন্যদিকে দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রধান বিচারপতিদের সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘আইনের পরিভাষা সহজবোধ্য করার কাজ চলছে। আদালতে স্থানীয় ভাষাকে উত্সাহ দিতেই হবে, সবাই তা বুঝতেও পারবেন।’
এই সম্মেলনে যোগ দিতে গতকালই দিল্লি পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজ্ঞান ভবনে এই সম্মেলনে বাংলার মুখ্যমন্ত্রীর পাশে বসেছেন বিজেপি-শাসিত তিন রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।
বিচারপতিদের এই সম্মেলনে মূলত দেশের বিচার বিভাগীয় পরিকাঠামোর উন্নয়নে কী কী ব্যবস্থা গ্রহণ করা যায়, তা নিয়ে আলোচনা হয়।
বেশ কিছু ক্ষেত্রে বিচার ব্যবস্থা রায় শুনিয়ে দিলেও ইচ্ছাকৃত ভাবে সরকার নিস্ক্রিয় ভূমিকা পালন করে বলেও অভিযোগ করেন প্রধান বিচারপতি। তাঁর মতে, সরকারের এই ভূমিকা গণতন্ত্রের স্বাস্থ্য জন্য সুখকর নয়। আজকাল জনস্বার্থ মামলাগুলি ব্যক্তিত স্বার্থ মামলা হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, দিল্লি যাওয়ার আগে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় হেরে গেছে বলে পাওনা মেটাচ্ছে না মোদি সরকার, এমনটাও বলেছিল তৃণমূল। যদিও এদিন হাল্কা মেজাজেই দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রীকে।
বিচার প্রক্রিয়া দ্রুত করার জন্য একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা এবং তার প্রস্তাব দেওয়া হয় এই সম্মেলনে।
পাঞ্জাবের আম আদমি পার্টির মুখ্যমন্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়। সম্মেলনে যোগ দিতে গতকালই দিল্লি পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা। গতকাল মমতার বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -