Solar Eclipse 2022: ২৭ বছর পর দীপাবলির পরের দিন সূর্যগ্রহণ, বিরল মহাজাগতিক মুহূর্তের সাক্ষী কলকাতাবাসীও
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আজ দেখা গিয়েছে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। সাক্ষী থেকেছে ভারতের বিভিন্ন শহরও। এই বিরল মহাজাগতিক দৃশ্য দেখা গিয়েছে কলকাতা থেকেও। ছবি সৌজন্যে- এএনআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিশ্বের আইসল্যান্ড থেকে প্রথম এই গ্রহণ দেখা গিয়েছে। আর ভারতে বছরের শেষ সূর্যগ্রহণ সবার প্রথমে দেখা গিয়েছে অমৃতসর থেকে। ছবি সৌজন্যে- এএনআই
কলকাতায় বিকেল ৪টে ৫২মিনিটে দেখা গিয়েছে এই গ্রহণ। দেশজুড়ে প্রায় ২ ঘণ্টা ধরে এই গ্রহণ দেখা গিয়েছে। ছবি সৌজন্যে- এএনআই
যদিও কলকাতায় দেশের শেষ সূর্যগ্রহণের দৃশ্যমানতা এবং মেয়াদ ছিল সবচেয়ে কম, মাত্র ১১ মিনিট। ছবি সৌজন্যে- এএনআই
২৭ বছর দীপাবলির পরের দিন সূর্যগ্রহণ দেখা গিয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত দেখা গিয়েছে এই আংশিক সূর্যগ্রহণ। ছবি সৌজন্যে- ইউকে স্পেস এজেন্সি।
বিশ্বের বিভিন্ন প্রান্তে খণ্ডগ্রাস গ্রহণের কারণে সূর্যের আকার এবং রঙের ক্ষেত্রে ফারাক দেখা গিয়েছে। অর্থাৎ এক একটি স্থান থেকে দেখা গিয়েছে এক একরকম ভাবে। ছবি সৌজন্যে- ইউকে স্পেস এজেন্সি।
কালীপুজোয় সূর্যগ্রহণের ঘটনা বিরল। ২৭ বছর পর ফের এমন মুহূর্তের সাক্ষী থাকল দেশ। এর আগে ১৯৯৫ সালের ২৭ অক্টোবর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়েছিল।
পরবর্তী আংশিক সূর্যগ্রহণ হবে ২০২৭ সালের ২ অগস্ট। এ ছাড়া, চলতি বছরের ৮ নভেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে। তা গোটা ভারত থেকে দেখা যাবে।
২০২২ সালে মোট ৪টি গ্রহণ হওয়ার কথা। বছরের প্রথম সূর্যগ্রহণ হয়েছে ৩০ এপ্রিল। তার পর ১৬ মে চন্দ্রগ্রহণের সাক্ষী হয়েছিল দেশ। মঙ্গলবারের আংশিক সূর্যগ্রহণ চলতি বছরের তৃতীয় গ্রহণ। শেষ গ্রহণটি হবে নভেম্বরের ৮ তারিখ।
ভারতীয় সময় অনুযায়ী, গ্রহণ শুরু হয়েছে মঙ্গলবার দুপুর ২টো ২৯ মিনিটে। সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে গ্রহণ শেষ হবে। অর্থাৎ, খণ্ডগ্রাস সূর্যগ্রহণ চলবে ৪ ঘণ্টা ৩ মিনিট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -