Amarnath Disaster: কী অবস্থা অমরনাথের, দেখুন ছবি

অমরনাথের গুহা লাগোয়া চত্বরে এখন শুধুই ধ্বংসের ছবি

1/8
বড়সড় বিপর্যয় অমরনাথের গুহা লাগোয়া চত্বরে। মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানে ধুয়েমুছে সাফ একাধিক তাঁবু, কমিউনিটি কিচেন।
2/8
শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় হঠাতই মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানে গোটা চত্বর এলোমেলো হয়ে যায়। মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে।
3/8
বিপর্যয়ের খবর পেতেই তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু করে প্রশাসন। হাত মিলিয়ে রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। সাহায্য়ের জন্য প্রস্তুত বায়ুসেনাও।
4/8
অতিমারীতে বছরদুয়েক বন্ধ ছিল অমরনাথ দর্শন। এ বার ফের চালু হয়। পুণ্যার্থীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার আঁটোসাঁটো ব্যবস্থার আশ্বাস দিয়েছিল প্রশাসন।
5/8
শুক্রবার যে দেশের বেশ কিছু প্রান্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, সে ব্যাপারে আগেই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। কিন্তু মেঘভাঙা বৃষ্ট ও হড়পা বানের তাণ্ডব কল্পনা করতে পারেননি কেউ।
6/8
উদ্ধারকারীদের ধারণা, বিপর্যস্ত এলাকায় যে আবর্জনার স্তূপ জমে রয়েছে তার নিচে এখনও অনেকে আটকে থাকতে পারেন। সেক্ষেত্রে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা থাকছে।
7/8
গত কাল হিমাচলপ্রদেশের কুলুতেও হড়পা বানের এই ভয়ঙ্কর ছবি ধরা পড়েছিল। দিনদুয়েক আগে পার্বতী উপত্যকায় ৪ জনের মৃত্যু হয়।
8/8
এদিন অমরনাথের ঘটনার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। তাঁর আশ্বাস, দুর্গতদের পাশে দাঁড়ানোর সব রকম ব্যবস্থা করা হচ্ছে।
Sponsored Links by Taboola