Amarnath Disaster: কী অবস্থা অমরনাথের, দেখুন ছবি
বড়সড় বিপর্যয় অমরনাথের গুহা লাগোয়া চত্বরে। মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানে ধুয়েমুছে সাফ একাধিক তাঁবু, কমিউনিটি কিচেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় হঠাতই মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানে গোটা চত্বর এলোমেলো হয়ে যায়। মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে।
বিপর্যয়ের খবর পেতেই তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু করে প্রশাসন। হাত মিলিয়ে রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। সাহায্য়ের জন্য প্রস্তুত বায়ুসেনাও।
অতিমারীতে বছরদুয়েক বন্ধ ছিল অমরনাথ দর্শন। এ বার ফের চালু হয়। পুণ্যার্থীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার আঁটোসাঁটো ব্যবস্থার আশ্বাস দিয়েছিল প্রশাসন।
শুক্রবার যে দেশের বেশ কিছু প্রান্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, সে ব্যাপারে আগেই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। কিন্তু মেঘভাঙা বৃষ্ট ও হড়পা বানের তাণ্ডব কল্পনা করতে পারেননি কেউ।
উদ্ধারকারীদের ধারণা, বিপর্যস্ত এলাকায় যে আবর্জনার স্তূপ জমে রয়েছে তার নিচে এখনও অনেকে আটকে থাকতে পারেন। সেক্ষেত্রে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা থাকছে।
গত কাল হিমাচলপ্রদেশের কুলুতেও হড়পা বানের এই ভয়ঙ্কর ছবি ধরা পড়েছিল। দিনদুয়েক আগে পার্বতী উপত্যকায় ৪ জনের মৃত্যু হয়।
এদিন অমরনাথের ঘটনার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। তাঁর আশ্বাস, দুর্গতদের পাশে দাঁড়ানোর সব রকম ব্যবস্থা করা হচ্ছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -