India This Week : প্রধানমন্ত্রীর শততম মন কি বাত, গো ফার্স্টের আর্থিক বিপর্যয় - ছবিতে দেশের সারা সপ্তাহের খবর
প্রধানমন্ত্রীর শততম মন কি বাত, গো ফার্স্টের আর্থিক বিপর্যয় - ছবিতে দেশের সারা সপ্তাহের খবর
India This Week : প্রধানমন্ত্রীর শততম মন কি বাত, গো ফার্স্টের আর্থিক বিপর্যয় - ছবিতে দেশের সারা সপ্তাহের খবর
1/11
৩০ এপ্রিল পাঞ্জাবের লুধিয়ানায় গ্যাস লিক করে মৃত্যু হয় ৯ জনের। আশঙ্কাজনক অবস্থায় ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। লুধিয়ানার গিয়াসপুরা এলাকায় গ্যাস লিকের ঘটনা ঘটে।
2/11
প্রধানমন্ত্রীর শততম মন কি বাত। বিশ্বজুড়ে সম্প্রচারের পাশাপাশি, নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরেও সরাসরি সম্প্রচার করা হয় মোদির ভাষণ। প্রধানমন্ত্রী হওয়ার পর, ২০১৪-র ৩ অক্টোবর থেকে শুরু হয় মোদির মন কি বাত।
3/11
গোটা দেশে আকাশবাণীর পাঁচশোরও বেশি বেতার কেন্দ্র থেকে ২২টি ভারতীয় ভাষা ছাড়াও ১১টি বিদেশি ভাষায় মন কি বাত সম্প্রচারিত হয়। দেশজুড়ে মন কি বাতের শততম এপিসোড শোনার ব্যবস্থা করে বিজেপি। এই নিয়ে ঢালাও প্রচার চালায় পদ্ম শিবির।
4/11
২ মে তিহাড় জেলের মধ্যেই প্রতিপক্ষ গ্যাংস্টারের হাতে খুন হয় রোহিণী আদালতে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলায় মূল অভিযুক্ত গ্যাংস্টার তিল্লু ওরফে সুনীল তাজপুরিয়া।
5/11
তীব্র আর্থিক সঙ্কটে ৩, ৪ এবং ৫ মে সমস্ত উড়ান বাতিল করে গো ফার্স্ট।
6/11
উত্তরপ্রদেশে ৪ মে প্রথম পর্যায়ের পুরভোট হয়। প্রথম পর্যায়ে ভোট হচ্ছে লখনউ, আগরা, প্রয়াগরাজ, লখিমপুর খেরি, উন্নাও,রায়বেরিলি, বারাণসী-সহ ৩৭টি জেলার ১০টি পুরসভায়। দ্বিতীয় দফায় ভোট হবে ১১ মে।
7/11
জম্মু কাশ্মীরের বারামুলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে নিহত হয় দুই জঙ্গি। গোপন সূত্রে খবর পেয়ে সেদিন ভোরে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।
8/11
গুলির লড়াইয়ে দুই জঙ্গির মৃত্যুর পর, ঘটনাস্থল থেকে AK 47 রাইফেল ও একটি পিস্তল উদ্ধার হয়।
9/11
হিমাচল প্রদেশের সিমলা পুরসভা দখল করল কংগ্রেস। বিজেপির হাত থেকে ছিনিয়ে ছিল তারা। ৩৪ আসনের সিমলা পুরসভার ২৪ টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস। বিজেপি পেয়েছে মাত্র ৯টি আসন। একটি আসন গিয়েছে সিপিএমের দখলে।
10/11
সম্প্রতি গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ হয়মণিপুর। ৮ জেলায় জারি কার্ফু। 'শ্যুট অ্যাট সাইটের' নির্দেশ জারি রাজ্য সরকারের। শান্তির আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী এ বীরেন সিংহ। বন্ধ রাখা হয় ইন্টারনেট পরিষেবা।
11/11
৬ মে,উত্তরাখণ্ডের জোশীমঠের কাছে ভয়ঙ্কর ধস। যার জেরে ১৩ ঘণ্টা বন্ধ রইল বদ্রীনাথ যাওয়ার রাস্তা। আটকে পড়েন হাজারো তীর্থযাত্রী। জোশীমঠের কাছে এনটিপিসির জলবিদ্যুৎ প্রকল্পের টানেল নির্মাণের কাজ চলছিল।
Published at : 06 May 2023 09:29 AM (IST)