TMC Cycle Rally জ্বালানি মূল্যবৃদ্ধির প্রতিবাদ, সাইকেলে চড়ে সংসদে তৃণমূল সাংসদরা
পেট্রোল-ডিজেলের অগ্নিমূল্যের অভিনব প্রতিবাদস্বরূপ সাইকেলে চড়ে সংসদে গেলেন তৃণমূল সাংসদরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএদিন বৃষ্টির মধ্যেই দিল্লিতে তৃণমূলের সদর দফতর সাউথ অ্যাভিনিউ থেকে স্লোগান দিতে দিতে প্ল্যাকার্ড ঝুলিয়ে সাইকেলে চেপে রওনা দেন ডেরেক ও ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অর্পিতা ঘোষরা। ছিলেন আসিত মাল।
এদিন সাত তৃণমূল সাংসদ সাদার্ন অ্যাভিনিউতে অবস্থিত তৃণমূলের দফতর থেকে সাইকেল চালিয়ে সংসদে পৌঁছন।
বিজয় চকে ব্যারিকেড থাকায় পুলিশের সঙ্গে বচসায় জড়ান তৃণমূল সাংসদরা। পুলিশের তরফে বলা হয়, প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই সেখান দিয়ে যাবেন। তাই রাস্তা বন্ধ।
তৃণমূল সাংসদরা দাবি করেন, ইচ্ছে করেই পুলিশ বাধা দেয়, যাতে তাঁরা সংসদে না পৌঁছতে পারেন। কিছুক্ষণ পর, ফের তাঁরা রওনা দেন সংসদ ভবনের উদ্দেশে।
সংসদের গেটে তাঁদের স্বাগত জানান লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, সাইকেল চালিয়ে সংসদে এসে প্রতিবাদের পথ দেখাল তৃণমূল।
করোনা নিয়ে কালই লোকসভায় আলোচনায় রাজি সরকার। সব তথ্যই জানাতে তৈরি। বাদল অধিবেশন শুরুর আগে বিরোধীদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী।
একইসঙ্গে তাঁর আহ্বান, বিরোধীরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে সরকারকে কড়া প্রশ্ন করুন। অন্যদিকে, আজ বাদল অধিবেশনের শুরুতেই পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি, কৃষি আইন বাতিল ও কৃষক আন্দোলন নিয়ে সংসদে ঝড় তুলতে পারেন বিরোধীরা।
প্রায় একমাস ধরে চলা এবারের বাদল অধিবেশনে আলোচনা হবে ৩১টি বিল নিয়ে। এর মধ্যে থাকছে বিদ্যুৎ সংশোধনী বিল ও প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কারখানায় ধর্মঘট বেআইনি ঘোষণা সংক্রান্ত বিতর্কিত বিলও।
এক্ষেত্রে আগেই অধ্যাদেশ জারি করেছিল কেন্দ্র। এবার সেটাই বিল আকারে আনতে চায় মোদি সরকার। সংসদের বাদল অধিবেশন চলবে ১৩ অগাস্ট পর্যন্ত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -