India Top News : আজ কর্ণাটকে ভোটগণনা, যোগীরাজ্যেও কড়া লড়াই - সারা দেশের গুরুত্বপূর্ণ খবর ছবিতে
শনিবার কর্ণাটকে ২২৪ আসনের বিধানসভায় চলছে ভোটগণনা। বিজেপি-কংগ্রেস হাড্ডাহাড্ডি লড়াই।শক্তি বাড়িয়ে জেডিএস কি হতে চলেছে কিং মেকার ?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমধ্য কর্ণাটক, বেঙ্গালুরু, টুমকুর, বেলগামে এগিয়ে কংগ্রেস। মহীশূরে জোর লড়াই। উপকূলে একচেটিয়া আধিপত্য কংগ্রেসের।
গত ১০ মে কর্ণাটকে বিধানসভা নির্বাচন হয়। ২২৪ আসন বিশিষ্ট বিধানসভার ভাগ্য নির্ধারণের জন্য ভোট দেন ভোটদাতারা। ম্যাজিক ফিগার ১১৩। ৫৪ হাজার ৫৪৫টি ভোট কেন্দ্রে ভোট হয়।
১১ মে উত্তরপ্রদেশে দ্বিতীয় ও শেষ দফার পুরভোট হয়। মেরঠ, গাজিয়াবাদ, কানপুর, অযোধ্যা-সহ ৩৮টি জেলায় পুরসভায় ভোটগ্রহণ হয়। ৪ মে, প্রথম দফায় ভোটগ্রহণ হয়েছিল রাজধানী লখনউ-সহ ১০টি পুরসভায়। ১৩ মে, যোগীরাজ্যে পুরভোটের ফল ঘোষণা।
১২ মে CBSE ক্লাস টুয়েলভ-এর ফল প্রকাশিত হয়। এবছর কোনও ফার্স্ট, সেকেন্ড, থার্ড কিংবা মেরিট লিস্ট প্রকাশ করেনি বোর্ড। পড়ুয়াদের পাসের হার ৮৭.৩৩ শতাংশ। ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার ভাল।
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে ফের রাজ্যে আসেন অমিত শাহ! সকালে কবিগুরুর জন্মভিটে ঘুরে দেখার পর, বিকেলে সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে 'খোলা হাওয়া' নামে একটি বেসরকারি সংস্থার অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
১৩ মে, জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় নিরাপত্তাবাহিনী। জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে নিয়ন্ত্রণরেখা হয়ে এদেশে ঢোকার চেষ্টা করছিল জঙ্গিরা। কিন্তু, বারামুল্লা জেলায় মোতায়েন বাহিনী তাদের সেই চেষ্টা রুখে দেয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -