National Top News : নতুন সংসদ ভবনের উদ্বোধন মামলায় সুপ্রিম কোর্টে জয় মোদি সরকারের, দেশের আরও খবর এক নজরে
রবিবার সংসদের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনতুন সংসদ ভবনের উদ্বোধন মামলায় সুপ্রিম কোর্টে জয় মোদি সরকারের। নতুন সংসদ ভবনের উদ্বোধন করা উচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর, এই আর্জি জানিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। মামলা শুনলই না সর্বোচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ।
নতুন সংসদ ভবনের উদ্বোধন করুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, এই আর্জি নিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। তৃণমূল,আপ,জেডিইউ,কংগ্রেস-সহ ২০টি বিরোধী দল উদ্বোধনী অনুষ্ঠান ইতিমধ্যেই বয়কট করেছে।
সুপ্রিম কোর্টে জিজ্ঞাসাবাদ মামলায় আপাতত স্বস্তি মিলল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই-ইডি। অভিষেককে জিজ্ঞাসাবাদে স্থগিতাদেশ দিল না সর্বোচ্চ আদালত।
এবার চালু হচ্ছে ৭৫ টাকার কয়েন। নতুন সংসদ ভবনের উদ্বোধন অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে এই কয়েন চালু করবেন প্রধানমন্ত্রী। ৭৫ টাকার কয়েনে ছবি থাকবে নতুন সংসদ ভবনের।
তবে অভিষেককে ২৫ লক্ষ টাকার আর্থিক জরিমানায় স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নিয়োগ দুর্নীতির মামলার তদন্তে কোনও হস্তক্ষেপ করবে না, তাও স্পষ্ট করে দিয়েছে সর্বোচ্চ আদালত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -