India News : সারা সপ্তাহে দেশে কী কী ঘটে গেল, এক নজরে দেখুন ছবিতে
২২ এপ্রিল শুরু হল চারধাম যাত্রা। খুলে গেল যমুনোত্রী এবং গঙ্গোত্রী ধামের মন্দির। মঙ্গলবার থেকে খোলে কেদারনাথ মন্দির । বৃহস্পতিবার খোলে বদ্রীনাথ ধাম। উত্তরাখণ্ডের এই চারটি স্থান নিয়ে হয় চারধাম যাত্রা। মঙ্গলবার থেকে খোলে কেদারনাথ মন্দির । বৃহস্পতিবার খোলে বদ্রীনাথ ধাম। উত্তরাখণ্ডের এই চারটি স্থান নিয়ে হয় চারধাম যাত্রা। মঙ্গলবার থেকে খোলে কেদারনাথ মন্দির । বৃহস্পতিবার খোলে বদ্রীনাথ ধাম। উত্তরাখণ্ডের এই চারটি স্থান নিয়ে হয় চারধাম যাত্রা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২২ এপ্রিল খুশির ইদে মাতোয়ারা হয় গোটা দেশ। মসজিদে মসজিদে হয় বিশেষ প্রার্থনা। দিল্লি, প্রয়াগরাজ, জম্মু, পাটনা, কোচি, ভোপাল, ত্রিবান্দ্রম-সহ দেশের বিভিন্ন প্রান্তে ইদের নমাজ পাঠে অংশ নেন হাজার হাজার মানুষ।
একমাসেরও বেশি সময় গা ঢাকা দেওয়ার পর, পাঞ্জাবের মোগা জেলা থেকে গ্রেফতার হলেন খলিস্তানি নেতা অমৃতপাল সিং। ওয়ারিশ পঞ্জাব দে সংগঠনের নেতা অমৃতপালের খোঁজে পাঞ্জাবের বিভিন্ন জেলায় তল্লাশি অভিযান শুরু করে পুলিশ।
অভিযোগ, এর মধ্যেই গত ২৩ ফেব্রুয়ারি অমৃতসরের কাছে অঞ্জলা থানার লকআপে বন্দি সঙ্গীকে ছাড়াতে হামলা চালান অমৃতপাল এবং তাঁর ঘনিষ্ঠ সঙ্গী পপ্পলপ্রীত সিং।
২৫ এপ্রিল তুষারপাতের মধ্যেই কপাট খোলে কেদারনাথ মন্দিরের। ডোলিতে চড়ে তার আগের দিনই কেদারনাথ পৌঁছে যান মন্দিরে। ৩৫ কুইন্টাল ফুল দিয়ে মন্দির সাজানো হয়। প্রথম দিনই পুণ্যার্থীর সংখ্যা ছিল প্রায় ৮ হাজার।
ছত্তীসগঢ়ের দান্তেওয়াড়ায় ফের মাওবাদী হামলা। আইইডি বিস্ফোরণে ডিআরজির ১০ জওয়ান সহ নিহত ১১জন।
গত ২৭ এপ্রিল অশান্ত সুদান থেকে ১ হাজার সাতশো জনেরও বেশি ভারতীয়কে সরিয়ে আনা হয় দেশে। জানান বিদেশসচিব বিনয় কাওয়াত্রা।বাকিদের যাতে কোনও ক্ষতি না হয়, সে জন্য সব রকম চেষ্টা চালাচ্ছে সরকার।
বলিউড অভিনেত্রী জিয়া খান আত্মহত্য়া মামলা বেকসুর খালাস তাঁর সঙ্গী, অভিনেতা সুরজ পাঞ্চোলি। রায় দিল মুম্বইয়ের বিশেষ সিবিআই আদালত। গত ১০ বছর আগের ওই ঘটনায়, অভিনেতা সুরজ পাঞ্চোলির বিরুদ্ধে আত্মহত্য়ায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছিল। ঘটনার তদন্ত করে CBI.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -