Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
UP Assembly Election 2022: রাজনীতি ও সৌজন্য: ভোটের প্রচার চলাকালে যখন মুখোমুখি অখিলেশ ও প্রিয়ঙ্কা
উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা ভোটের প্রচার জোরকদমে চলেছে। এরইমধ্যে প্রচারে বেরিয়ে একে অপরের মুখোমুখি হলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। বৃহস্পতিবার বুলন্দশহরে এই ঘটনা ঘটেছে। দুই নেতাই গাড়িতে চড়ে প্রচার করছেন। এরমধ্যে মুখোমুখি হলেন তাঁরা। আর ভোট-রাজনীতির উত্তপ্ত আবহে একে অপরের দলের হয়ে প্রচারের মধ্যেও সৌজন্য ভুললেন না তাঁরা। একে অপরকে নমস্কার করে, হাত নেড়ে সৌজন্য বিনিময় করলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউত্তরপ্রদেশে কংগ্রেসের সংবাদমাধ্যম শাখার নেতা লালন কুমার বলেছেন, বুলন্দশহরের সিয়ানা এলাকায় প্রিয়ঙ্কা জিপে চড়ে রোড শো করছিলেন। সেই সময়ই রাস্তার অন্যদিক থেকে সপা সভাপতির রোড শো-র রথ আসছিল। প্রিয়ঙ্কাকে দেখে অখিলেশ হাত নেড়ে শুভেচ্ছা জানান।
লালন জানিয়েছেন, ওই সময় অখিলেশের সঙ্গে সপা-র জোট শরিক রাষ্ট্রীয় লোকদল (আরএলডি) সভাপতি জয়ন্ত চৌধুরীও ছিলেন। তিনিও প্রিয়ঙ্কার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। প্রিয়ঙ্কাও প্রতি নমস্কার করেন।
প্রিয়ঙ্কা একটি খোলা জিপে বসেছিলেন। অন্যদিকে, অখিলেশ ও জয়ন্ত ভোটের প্রচারের জন্য বিশেষভাবে তৈরি বাস (রথ)-এ চড়ে যাচ্ছিলেন। দুই নেতার রোড শো জাহাঙ্গিরাবাদ এলাকায় মুখোমুখি হয়।
বাসের ছাদ থেকেই অখিলেশ ও জয়ন্ত প্রিয়ঙ্কাকে শুভেচ্ছা জানান। প্রিয়ঙ্কাও হাসিমুখে সৌজন্য বিনিময় করেন।
উল্লেখ্য, আবহাওয়া খারাপ হওয়া সত্ত্বেও সিয়ানায় প্রিয়ঙ্কা ট্রাক্টরে চড়ে প্রচার করেন। অখিলেশ-জয়ন্ত ও প্রিয়ঙ্কার শুভেচ্ছা বিনিময়ে দুই পক্ষের সমর্থকরাই বেশ খুশি হন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এরপর অখিলেশ তাঁর ট্যুইটার হ্যান্ডেলে এই ঘটনার ছবি পোস্ট করেও শুভেচ্ছা জানান। প্রিয়ঙ্কাও অখিলেশ ও জয়ন্তকে ট্য়ুইটারে ট্যাগ করে পাল্টা শুভেচ্ছা জানিয়েছেন।
অখিলেশ ও প্রিয়ঙ্কার এই সৌজন্য রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। সপা ও কংগ্রেস এবার জোট বেঁধে লড়াই করছে না। কিন্তু দুই দলের মধ্যে তালমিল প্রকাশ্যে এসেছে। আর এই কারণে কংগ্রেস করহল আসনে অখিলেশের বিরুদ্ধে প্রার্থী দেয়নি। সেইসঙ্গে জশবন্ত নগর আসনেও কংগ্রেসের অখিলেশের কাকা শিবপাল সিংহর বিরুদ্ধে কোনও প্রার্থী দেয়নি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -