Jammu & Kashmir: সাদা চাদরে ঢাকল উপত্যকা, তুষারপাতের স্বাদ পেলেন কাশ্মীরবাসীরা
সাদা বরফের চাদরে ঢেকেছে চারিদিক। পুঞ্চ সহ কাশ্মীরের একাধিক জায়গায় প্রবল তুষারপাত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশনিবারই আবহাওয়া দফতর জানিয়েছিল আগামী দুদিন তুষারপাত হবে উপত্যকায়। পূর্বাভাস অনুযায়ী আজ সোমবার পর্যন্ত তুষারপাত হবে।
গতকাল উত্তর কাশ্মীরে ৭ থেকে ৮ ইঞ্চি পুরু তুষারপাত হয়। সোনামার্গে বরফের চাদর এতটাই পুরু ছিল যে পায়ের পাতা প্রায় ঢুকে গিয়েছিল।
গতকাল গুলমার্গে রেকর্ড তাপমাত্রা পতন হয়। দিনে সর্বোচ্চ তাপামাত্রা ছিল ৩ ডিগ্রি সেলসিয়াস
অন্যদিকে শ্রীনগরে ১১.৩ মিলিমিটার বৃষ্টিপাত সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত।
গত কয়েক সপ্তাহ ধরে প্রবল ঠাণ্ডা কাশ্মীরে। গত দুদিনের তুষারপাতের জেরে বন্ধ একাধিক রাস্তা।
সাধারণত ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে জাঁকিয়ে ঠাণ্ডা পড়ে উপত্যকায়। আর তার আগেই এবার তুষারপাতের স্বাদ পেলেন উপত্যকাবাসী।
সূত্রের খবর, ২১ ডিসেম্বর থেকে জাঁকিয়ে ঠাণ্ডা পড়বে কাশ্মীরে। তারপর ৪০ দিন সেই তাপমাত্রা বজায় থাকবে বলে মনে করছে আবহাওয়া দফতর।
তুষারপাতের প্রভাবে উপত্যকার একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। যার জেরে গাড়ি আটকে পড়ে।
সাধারণত উত্তর ভারতে শীত পড়ার পরই ধীরে ধীরে ঠাণ্ডা পড়তে শুরু করে উত্তর পূর্ব এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতে। আপাতত জাঁকিয়ে শীতের অপেক্ষায় বঙ্গবাসী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -