Sidhu Moose Wala Death: গ্রামের নামই পদবী, সঞ্জয় দত্ত ছিলেন অনুপ্রেরণা, পঞ্জাবে বিতর্কিত চরিত্র সিধু
জনপ্রিয়তায় নামী-দামি গায়কদের টেক্কা দিতেন। পদবী হিসেবে ব্যবহার করতেন গ্রামের নাম। সেই গায়ক তথা কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালা দিনে-দুপুরে খুন হয়ে গেলেন পঞ্জাবে। কানাডা নিবাসী গ্যাংস্টার গোল্ডি বরার তাঁর খুনের দায় স্বীকার করেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআসল নাম শুভদীপ সিংহ সিধু। পঞ্জাবের মানসা জেলার মুসেওয়ালা গ্রামে জন্ম ১৯৯৩ সালে। গ্রামের নামই পদবী হিসেবে ব্যবহার করতেন। মূলত গ্যাংস্টার র্যাপ গাইতেন।
ছাত্র হিসেবে ছিলেন মেধাবী। ইলেক্টিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি রয়েছে। পরে সঙ্গীত নিয়েও পড়াশোনা করেন। কানাডায় ছিলেন দীর্ঘ দিন।
পঞ্জাবে গানের জগতে বিতর্কিত নাম ছিলেন সিধু। নিজের গানে বন্দুকের ব্যবহার, গ্যাংস্টারদের মাহাত্ম্য এবং হিংসার প্রচারের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।
২০১৯ সালের সেপ্টেম্বরে ‘জাট্টি জিওনে মোর দি বন্দুক ওয়ারগি’ গানে ১৮ শতকের শিখ যোদ্ধা মাঈ ভাগোকে নেতিবাচক আলোয় দেখানোর অভিযোগ ওঠে সিধুর বিরুদ্ধে। তার জন্য পরে ক্ষমাও চান তিনি।
২০২০-র জুলাই মাসে ‘সঞ্জু’ গানটি প্রকাশ পায়। একে-৪৭ চালানোর মামলায় জামিন পেয়ে গানটি প্রকাশ করেন সিধু। নেটমাধ্যমেই গানটি প্রকাশ করেন তিনি।
‘সঞ্জু’ গানে আসলে সিধু নিজেকে বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের সঙ্গে তুলনা করেছেন বলে অভিযোগ ওঠে। অস্ত্র আইনে তাঁর বিরুদ্ধে মামলাও দায়ের হয়।
বর্নালা গ্রামে একে-৪৭ চালানোর অনুশীলনরত সিধুর একটি ভিডিও ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। তাতেই মামলা দায়ের হয়। পরে সাঙ্গরুর কোর্টে জামিন পান।
২৯ জুন মানসা গ্রামেই খুন হলেন সিধু। কানাডা থেকে গ্যাংস্টার গোল্ডি বরার তাঁকে খুন করিয়েছেন বলে জানা গিয়েছে। খুনের দায়ও স্বীকার করেছেন গোল্ডি।
জানা গিয়েছে, গোল্ডির এক সহযোগীর মৃত্যুতে সিধুর ম্যানেজারের নাম উঠে আসে। সেই বদলা নিতেই সিধুকে খুন করেছেন গোল্ডি। এক দিন আগেই সিধুর নিরাপত্তা তুলে নেয় পঞ্জাব সরকার। তাই খুনের জন্য কাঠগড়ায় পঞ্জাব সরকারও। গত বছর কংগ্রেসে যোগ দেন সিধু।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -