Yamuna Water Level: ৪৫ বছরের রেকর্ড ভেঙে বিপদসীমা পেরলো যমুনা, জলমগ্ন রাজধানী, ঘরছাড়া বহু
Yamuna River Level: বুধবারই যমুনার জল বেড়েছে রেকর্ডহারে। রাতে ২০৮.৪৮ মিটার উচ্চতা স্পর্শ করেছে
বুধবারই যমুনার জল বেড়েছে রেকর্ডহারে। রাতে ২০৮.৪৮ মিটার উচ্চতা স্পর্শ করেছে
1/8
প্রবল বৃষ্টি, ব্যারেজ থেকে ছাড়া হয়েছে জল। যার জেরে হু হু বেড়েছে যমুনার জল। সেই জলেই জলমগ্ন দিল্লি।
2/8
বুধবারই যমুনার জল বেড়েছে রেকর্ডহারে। রাতে ২০৮.৪৮ মিটার উচ্চতা স্পর্শ করেছে। আধিকারিকরা জানিয়েছেন যে এই জলস্তর আরও বাড়তে পারে। এদিকে যমুনার জল বৃদ্ধি পাওয়ায় রাজপথে বন্যা পরিস্থিতি।
3/8
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনেও জল জমেছে অনেকটাই। ভেসেছে একাধিক এলাকা।
4/8
কোনও কোনও জায়গায় বুক সমান জল। দোকানপত্র বন্ধ করে প্রয়োজনীয় কিছু জিনিস নিয়েই সন্ধান খুঁজে চলেছেন দোকানিরাও।
5/8
দিল্লির এমন পরিস্থিতি যে হতে তা স্বপ্নেও ভাবা যায়নি।
6/8
রাজধানীর এমন ছবি অনেকের কাছে বেনজির। ৪৫ বছরে যমুনা রেকর্ড ভাঙতেই রাজধানীতেও ভেঙেছে রেকর্ড।
7/8
শুধু দিল্লি নয়, পাঞ্জাবেও ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কোথাও কোথাও ভেসেছে বাড়িঘর, গাড়ি, ব্রিজ।
8/8
পরিস্থিতি মোকাবিলায় সদাসতর্ক রয়েছে প্রশাসন, জানান হয়েছে এমনকী। তবে এরই মধ্যে মাথা গোঁজার ঠাঁই হারিয়েছে একাধিক। প্রাণে বাঁচতে তাই শেষ আশ্রয় খুঁজে চলেছেন রাজধানীবাসীদের একাংশ।
Published at : 13 Jul 2023 05:08 PM (IST)