Yogi Adityanath Oath Ceremony: সন্ন্যাসী থেকে ‘বুলডোজার বাবা’, যোগী কি মোদির উত্তরসুরি!
দ্বিতীয়বার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন যোগী আদিত্যনাথ। শুক্রবার লখনউয়ের ভারত রত্ন শ্রী অটল বিহারি বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে শপথগ্রহণ করবেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউন্নাও, হাথরস, লখিমপুরকাণ্ড পিছনে ফেলে যোগীর নেতৃত্বেই উত্তর প্রদেশে এ বার বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। তাতেই নরেন্দ্র মোদির উত্তরসূরী হিসেবে যোগীকে দেখতে শুরু করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। উত্তরপ্রদেশে মেয়াদ পূর্ণ করে দ্বিতীয় বার মুখ্যমন্ত্রীর পদে এই প্রথম শপথগ্রহণ করতে চলেছেন কেউ।
১৯৭২ সালের ৫ জুন পাউরি গারওয়ালে জন্ম যোগীর, বর্তমানে যা উত্তরাখণ্ডের অংশ। জন্মসূত্রে পাওয়া নাম অজয়কুমার বিশ্ত।২১ বছর বয়সে সংসারের মায়া ত্যাগ করে বেরিয়ে আসেন যোগী। উত্তরপ্রদেশের গোরক্ষপুরের মহন্ত অভৈদনাথের শিষ্য ছিলেন।
১৯৯৮ সালে ২৬ বছর বয়সে লোকসভার সাংসদ নির্বাচিত হন যোগী, সেই সময় সংসদের কনিষ্ঠতম সদস্য ছিলেন তিনি। এর পর ১৯৯৯, ২০০৪, ২০০৯ এবং ২০১৪ সালও গোরক্ষপুর থেকে সাংসদ নির্বাচিত হন।
২০১৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জেতে। সেই সময় সাংসদ ছিলেন যোগী। জম্মু-কাশ্মীরের প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নরকে দৌড়ে পিছনে ফেলে মুখ্যমন্ত্রী হয়ে ওঠেন যোগী।
এ বছরই প্রথম উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে অংশ নেনে যোগী। গোরক্ষপুর শহরে বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও এ বারই প্রথম বিধানসভা নির্বাচনে অংশ নেন।
২০০৭ সালে মুলায়ম সিংহ যাদবের পর মুখ্যমন্ত্রী পদে আসীন থেকে বিধানসভা নির্বাচনে অংশ নেওয়া উত্তরপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী যোগী। অখিলেশ যাদব এবং মায়াবতী বিধান পরিষদে ছিলেন। প্রথম দফায় যোগী নিজেও বিধান পরিষদের সদস্য হিসেবেই মুখ্যমন্ত্রী পদে অভিষিক্ত হন।
২০০২ সালে হিন্দু যুব বাহিনী নামের একটি সংগঠন তৈরি করেন যোগী। মূলত গো-রক্ষার নামে তৈরি হয়েছিল এই সংগঠন। ২০০৫ সালে শুদ্ধিকরণ প্রকল্প শুরু করেন যোগী, তার আওতায় উত্তরপ্রদেশের এটায় ৫ হাজার মানুষকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করা হয়। সেখান থেকেই ধর্মান্তরণে ‘ঘর ওয়াপসি’ কথাটি চালু হয়।
খুনের চেষ্টা, ধর্মীয় স্থানের অবমাননা, দাঙ্গা, হাতিয়ার মজুত রাখা, অপরাধমূলক ভাবে ভীতি সঞ্চার-সহ একাধিক মামলায় নাম উঠেছে যোগীর। ছিল যোগীর নামে। ২০১০ সালে তৎকালীন কেন্দ্রীয় সরকারের মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করেন যোগী।
খাওয়া-দাওয়া নিয়ে বিশেষ বায়নাক্কা নেই যোগীর। পেঁপে, ডালিয়া, ছোলা সেদ্ধ, সেদ্ধ করা সবজি, রুটি, শাক-সবজি খেতে পছন্দ করেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -