Indian Army : বিনা যুদ্ধে নাহি দিব ... ভারতীয় সেনাবাহিনীর চাঞ্চল্যকর পোস্ট ! বড় হুঁশিয়ারি
এছাড়া কাশ্মীর জুড়ে ছড়িয়ে পড়েছে সেনা। কোনা কোনা থেকে টেনে বের করা হচ্ছে জঙ্গিদের।
ভারতীয় সেনাবাহিনীর চাঞ্চল্যকর পোস্ট ! বড় হুঁশিয়ারি
1/8
সীমান্তে যুদ্ধের দামামা। আর তারই মাঝে চাঞ্চল্যকর পোস্ট সেনাবাহিনীর। এবার কি বড় প্রত্যাঘাতের পরিকল্পনা করে ফেলেছে সেনা ?
2/8
পহেলগাঁও হামলার প্রত্যাঘাতে ইতিমধ্যেই দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা,কুলগাম ও সোপিয়ানে বিস্ফোরণে ওড়ানো হয়েছে ৩ লস্কর জঙ্গির বাড়ি। এই ৩ জনই পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত বলে অনুমান।
3/8
এছাড়া কাশ্মীর জুড়ে ছড়িয়ে পড়েছে সেনা। কোনা কোনা থেকে টেনে বের করা হচ্ছে জঙ্গিদের। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কাশ্মীরে ঘাঁটি গেডে থাকা জঙ্গিদের তালিকা প্রকাশ করল জম্মু কাশ্মীর পুলিশ।
4/8
তালিকায় দাবি, কাশ্মীরের বিভিন্ন এলাকায় সক্রিয় ১৪ জন জঙ্গি। সোপোরে সক্রিয় এক লস্কর জঙ্গি। অবন্তীপুরায় সক্রিয় জৈশ ই মহম্মদের এক জঙ্গি।
5/8
এছাড়াও বলা হয়েছে, পুলওয়ামায় লস্কর ও জৈশের ২ জঙ্গি সক্রিয়। সোপিয়ানে এক হিজবুল ও চার লস্কর জঙ্গি সক্রিয়।
6/8
সেই সঙ্গে পাকিস্তানিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে জঙ্গিরা। ভিসা বাতিল করে অবিলম্বে পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে সরকার । মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলে বিষয়টিতে নজর রাখতে পরামর্শ দিয়েছেন অমিত শাহ। মুখ্যসচিবদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবও ।
7/8
আশঙ্কা করা হচ্ছে, পাক অধিকৃত কাশ্মীরে বসে গত ফেব্রুয়ারিতেই পহেলগাঁওয়ে হিন্দু-কিলিংয়ের ছক কষা হয়ে গিয়েছিল। মাস্টারমাইন্ড লস্করের ডেপুটি চিফ সৈফুল্লাফ। অপারেশনে নামানোর হয়েছিল ৫ জঙ্গিকে। তারপর ২২ তারিখের হামলা।
8/8
এই পরিস্থিতিতেই ভারতীয় সেনাবাহিনীর তরফে চাঞ্চল্যকর পোস্ট করা হল। লেখা হল - জলে-স্থলে-আকাশপথে সদা জাগ্রত আমরা, পহেলগাঁও হামলার পর মিশন রেডি ভিডিও পোস্ট করল ভারতীয় সেনাবাহিনী। অকুতোভয়, অবিশ্রান্ত, অপ্রতিরোধ্য, বিনা যুদ্ধে জমি ছাড়তে নারাজ, সীমাহীন লক্ষ্যে স্থির, সর্বদা প্রস্তুত। ছবির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ক্যাপশন।
Published at : 26 Apr 2025 03:55 PM (IST)