Independence Day 2023: স্বাধীনতা দিবস উদযাপনে তোড়জোড় কাশ্মীরে, শ্রীনগরে বাইক ব়্যালি
একসময় নিত্যদিন অশান্তির খবর মিলত। কড়া নিরাপত্তা, ভারী বুটের শব্দ। তারপর অনেকটা সময় বয়ে গিয়েছে। তুলে নেওয়া হয়েছে ৩৭০ ধারা। তার জেরে প্রবল বিতর্ক হয়েছে, বিতর্কের অবকাশও রয়েছে। তারপরে সম্প্রতি কাশ্মীরে হয়েছে G20- সামিট সংক্রান্ত অনুষ্ঠান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবার শ্রীনগরের লাল চকে দেখা গেল আরও একটি ছবি। শ্রীনগরের লাল চকে তিরঙ্গা বাইক ব়্যালি করল আধা সামরিক বাহিনী Central Reserve Police Force
রবিবার 'আজাদি কা অমৃত মহোৎসব' উদযাপনের জন্য 'তিরঙ্গা বাইক ব়্যালি' (Tiranga Bike rally) আয়োজন করে সিআরপিএফ (CRPF)। শ্রীনগরের লাল চক মুড়ে ফেলা হয় ভারতের জাতীয় পতাকায় (Flag of India)।
নিরাপত্তা বাহিনী, সিআরপিএফ-এর উচ্চপদস্থ কর্তা থেকে শুরু জওয়ান-সকলে অংশ নিয়েছিলেন এই ব়্যালিতে। বাইক মিছিল হয়। I love CRPF ব্যানার তৈরি হয়েছিল, তার সামনে দাঁড়িয়ে চলে ফটোসেশনও।
CRPF-এর জম্মু-কাশ্মীর জ়োনের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল নলিন প্রভাত ANI-কে জানিয়েছেন, কাশ্মীরের সাধারণ মানুষের জন্য এই গোটা এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। তিনি বলেছেন, 'কাশ্মীরে বাসিন্দারা এক নতুন কাশ্মীর দেখছেন। স্কুলে ক্লাস চলছে, কোনও ধর্মঘট হচ্ছে না। পর্যটন শিল্পের বৃদ্ধি হচ্ছে। এর যাবতীয় কৃতিত্ব স্থানীয় বাসিন্দাদেরই।'
স্বাধীনতা দিবস উপলক্ষে কাশ্মীরের দোদায় গনপত সেতু আলোয় মুড়ে দেওয়া হয়েছে। সেই সেতুর উপর দিয়ে হয়েছে তিরঙ্গা যাত্রাও।
গত শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে দেশবাসীকে বার্তা দেওয়া হয়েছিল 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচিতে যোগদান করার জন্য়। ১৩ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত চলবে এই কর্মসূচি। ভারতের জাতীয় পতাকার সঙ্গে ছবি তুলে Har Ghar Tiranga ওয়েবসাইটে আপলোড করার বার্তাও দিয়েছিলেন তিনি। স্বাধীনতা, দেশপ্রেম এবং জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য জাতীয় পতাকার সঙ্গে নিজের ছবি পোস্ট করার বার্তাও দিয়েছেন তিনি।
এই বছর ১৫ আগস্ট ভারতের স্বাধীনতার ৭৬ বছর সম্পূর্ণ হচ্ছে। এটা ৭৭তম স্বাধীনতা দিবস। লালকেল্লায় হবে স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠান। ১৩ আগস্ট হয়েছে ড্রেস রিহার্সাল। আগামীকাল স্বাধীনতা দিবস অনুষ্ঠান উদযাপনের আগে গোটা দিল্লি মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -