Narendra Modi: সকাল সকাল আকাশে চক্কর, ধোপদুরস্ত সাজে ‘তেজস’-সওয়ার মোদি
Narendra Modi on Tejas: সকাল সকাল তেজসে সওয়ার মোদি। মুহূর্তে ভাইরাল তাঁর ছবি।
ছবি: নরেন্দ্র মোদির সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে সংগৃহীত।
1/10
বন-জঙ্গলের পর এবার রণক্ষেত্রে যাওয়ারও প্রস্তুতি! সকাল সকাল এই প্রশ্নই উস্কে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
2/10
বেঙ্গালুরুতে HAL-এর দফতরে গিয়েছিলেন। সেখানে যুদ্ধবিমান নির্মাণের খুঁটিনাটি বুঝে নিচ্ছিলেন।
3/10
আর তার ফাঁকেই ফের ভিন্ন অবতারে ধরা দিলেন মোদি। বায়ুসেনার পোশাকে আচমকাই তাঁকে দেখে তাক লেগে গেল সকলের।
4/10
শনিবার বেঙ্গালুরুতে যুদ্ধবিমান ‘তেজসে’ সওয়ার হন মোদি। চক্কর কাটেন আকাশে। পাইলটদের কায়দায় থামস আপও দেখান ক্যামেরায়।
5/10
জলপাই রংয়ের পোশাক, হেলমেট এবং কালো রোদ চশমায়, ঝলমলে উপস্থিতি ছিল মোদির। নিমেষে ভাইরাল হয়ে যায় তাঁর ছবি।
6/10
সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতাও ভাগ করে নেন মোদি। দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘তেজস’কে নিয়ে গর্ববোধের পাশাপাশি ভারতের ভবিষ্যৎ নিয়েও আত্মবিশ্বাস প্রকাশ করেন।
7/10
ভারতীয় বায়ুসেনা এবং নৌসেনার ব্যবহৃত যুদ্ধবিমান 'তেজস' এক আসনের ছোট্ট একটি বিমান। কিন্তু এদিন প্রধানমন্ত্রী যে বিমানটিতে চাপেন, সেটি দুই আসনের। প্রশিক্ষণের ক্ষেত্রে সেটি ব্যবহৃত হয়।
8/10
এদিন মোদি বসেছিলেন পিছনের আসনে। চালকের আসনে ছিলেন প্রশিক্ষিত পাইলট। ক্যামেরার দিকে থাকিয়ে থামস আপ দেখান মোদি। তার পরই আকাশে উড়ে যায় 'তেজস'।
9/10
অপেক্ষাকৃত হালকা ওজনের যুদ্ধবিমান 'তেজস'। ৪.৫ জেনারেশন মাল্টি রোল যুদ্ধবিমান এটি। আকাশপথে শত্রুপক্ষের মোকাবিলা করার পাশাপাশি, মাটিতেও সমান দক্ষতায় হামলা চালাতে পারে।
10/10
AL এই 'তেজস' যুদ্ধবিমানের নির্মাতা। প্রথমে বায়ুসেনার জন্যই এই যুদ্ধবিমানটির নির্মাণ হয়েছিল। পরবর্তী কালে নৌবাহিনীর জন্যও অন্য একটি সংস্করণ বের করা হয়। জলসীমার নিরাপত্তা পর্যবেক্ষণের কাজে সেটি ব্যবহৃত হয়।
Published at : 25 Nov 2023 03:09 PM (IST)