Narendra Modi: সকাল সকাল আকাশে চক্কর, ধোপদুরস্ত সাজে ‘তেজস’-সওয়ার মোদি
বন-জঙ্গলের পর এবার রণক্ষেত্রে যাওয়ারও প্রস্তুতি! সকাল সকাল এই প্রশ্নই উস্কে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবেঙ্গালুরুতে HAL-এর দফতরে গিয়েছিলেন। সেখানে যুদ্ধবিমান নির্মাণের খুঁটিনাটি বুঝে নিচ্ছিলেন।
আর তার ফাঁকেই ফের ভিন্ন অবতারে ধরা দিলেন মোদি। বায়ুসেনার পোশাকে আচমকাই তাঁকে দেখে তাক লেগে গেল সকলের।
শনিবার বেঙ্গালুরুতে যুদ্ধবিমান ‘তেজসে’ সওয়ার হন মোদি। চক্কর কাটেন আকাশে। পাইলটদের কায়দায় থামস আপও দেখান ক্যামেরায়।
জলপাই রংয়ের পোশাক, হেলমেট এবং কালো রোদ চশমায়, ঝলমলে উপস্থিতি ছিল মোদির। নিমেষে ভাইরাল হয়ে যায় তাঁর ছবি।
সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতাও ভাগ করে নেন মোদি। দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘তেজস’কে নিয়ে গর্ববোধের পাশাপাশি ভারতের ভবিষ্যৎ নিয়েও আত্মবিশ্বাস প্রকাশ করেন।
ভারতীয় বায়ুসেনা এবং নৌসেনার ব্যবহৃত যুদ্ধবিমান 'তেজস' এক আসনের ছোট্ট একটি বিমান। কিন্তু এদিন প্রধানমন্ত্রী যে বিমানটিতে চাপেন, সেটি দুই আসনের। প্রশিক্ষণের ক্ষেত্রে সেটি ব্যবহৃত হয়।
এদিন মোদি বসেছিলেন পিছনের আসনে। চালকের আসনে ছিলেন প্রশিক্ষিত পাইলট। ক্যামেরার দিকে থাকিয়ে থামস আপ দেখান মোদি। তার পরই আকাশে উড়ে যায় 'তেজস'।
অপেক্ষাকৃত হালকা ওজনের যুদ্ধবিমান 'তেজস'। ৪.৫ জেনারেশন মাল্টি রোল যুদ্ধবিমান এটি। আকাশপথে শত্রুপক্ষের মোকাবিলা করার পাশাপাশি, মাটিতেও সমান দক্ষতায় হামলা চালাতে পারে।
AL এই 'তেজস' যুদ্ধবিমানের নির্মাতা। প্রথমে বায়ুসেনার জন্যই এই যুদ্ধবিমানটির নির্মাণ হয়েছিল। পরবর্তী কালে নৌবাহিনীর জন্যও অন্য একটি সংস্করণ বের করা হয়। জলসীমার নিরাপত্তা পর্যবেক্ষণের কাজে সেটি ব্যবহৃত হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -