Indian Railways: সুখবর ! টিকিট না থাকলেও যাত্রা করতে পারবেন ট্রেনে , জানুন কী হয়েছে নতুন নিয়ম ?
Indian Railways: ট্রেনের যাত্রীদের জন্য সুখবর। এবার থেকে রিজার্ভেশন টিকিট না থাকলেও আরামে করতে পারবেন ভ্রমণ। সম্প্রতি এমনই এক নতুন নিয়ম এনেছে ভারতীয় রেল। জেনে নিন রেলের সেই বিশেষ নিয়ম।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআপনার যদি রিজার্ভেশন না থাকে, তাহলে এখন আপনি কেবল প্ল্যাটফর্ম টিকিট নিয়ে উঠতে পারবেন ট্রেনে। পরে অবশ্য TTE-এর সঙ্গে যোগাযোগ করতে হবে আপনাকে। সেখানে চেকারের থেকে করে নিতে হবে নতুন টিকিট। তাহলেই হবে সমস্যার সমাধান।
এই রকম পরিস্থিতিতে আপনাকে নিজের সম্পর্কে সব বিবরণ জানাতে হবে টিকেট চেকারকে। আপনার বিষয়ে সন্তুষ্ট হলেই তবে পাবেন গন্তব্য পর্যন্ত যাওয়ার টিকিট।
ট্রেনে সিটের অভাবে সংরক্ষিত আসন পেতে সমস্যা হতে পারে। তবে সেই কারণে টিকিট চেকার আপনাকে ট্রেন থেকে নামিয়ে দিতে পারবেন না। সেই ক্ষেত্রে সিট রিজার্ভেশন না থাকার কারণে কেবল আপনাকে ২৫০ টাকা জরিমানা দিতে হবে।
এই ক্ষেত্রে ২৫০ টাকা জরিমানার সঙ্গে যাত্রীকে টিকিটের মোট ভাড়া দিতে হবে। তবেই গন্তব্য পর্যন্ত যেতে পারবেন তিনি। প্ল্যাটফর্ম টিকিট কাটার কারণেই এই ক্ষেত্রে যাত্রী ট্রেনে ওঠার যোগ্য হয়ে ওঠেন। যে স্টেশন থেকে তিনি প্লাটফর্ম টিকিট কিনেছেন, সেখান থেকেই পরবর্তী গন্তব্য পর্যন্ত যাত্রীকে ভাড়া দিতে হবে।
যদি কোনও কারণে আপনার ট্রেন মিস হয়ে যায়, তাহলে টিকিট চেকার পরবর্তী ২টি স্টেশন পর্যন্ত আপনার আসন কাউকে বরাদ্দ করতে পারবে ন না।
নতুন এই নিয়মের কারণে উপকৃত হবেন বহু যাত্রী। অনেক ক্ষেত্রেই জরুরি কাজে ট্রেনে যাওয়ার প্রয়োজন হলে সংরক্ষিত আসন নাও পেতে পারেন যাত্রী। সেই ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হয় যাত্রীদের। এবার থেকে আর সেই সমস্যা হবে না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -