Indian Railways: 'মিস' হবে না ট্রেন, যাত্রী সুবিধায় বিশেষ নিয়ম IRCTC-র
Indian_Railways Update: যাত্রী সুবিধায় নতুন নিয়ম রেলের।
1/8
Indian Railways:রেলযাত্রীদের জন্য সুখবর। এবার থেকে ট্রেন সফরে জরুরি পরিস্থিতিতেও কখনোই মিস হবে না ট্রেন। অনেক সময় এমন পরিস্থিতি হয়, যখন নির্দিষ্ট রেলস্টেশনের পরিবর্তে অন্য স্টেশন থেকে ট্রেন ধরতে হয় যাত্রীকে। আপনি কি জানেন যে বোর্ডিং স্টেশন পরিবর্তন করতে হলে আপনাকে আপনার টিকিটে পরিবর্তন করতে হবে, অন্যথায় জরিমানা হতে পারে আপনার।
2/8
ট্রেনে ভ্রমণের পরিকল্পনা করে থাকলে আপনার জন্য রয়েছে সুখবর। এখন থেকে ট্রেন ধরতে দেরি করলেও মিস হবে না ট্রেন। এমনই নতুন নিয়ম করেছে ভারতীয় রেল। এই নতুন নিয়ম অনুসারে আপনি আপনার বোর্ডিং স্টেশনও পরিবর্তন করতে পারবেন।
3/8
এবার থেকে IRCTC যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বোর্ডিং স্টেশন সংশোধন করার সুবিধা দিয়েছে। যারা অনলাইনে ট্রেনের টিকিট বুক করেছেন সেই সমস্ত যাত্রীরা এই সুবিধাটি পেতে পারেন। আপনি যদি ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট বুক করে থাকেন, তাহলে আপনি এই সুবিধা পাবেন না।
4/8
আপনি যাত্রার 24 ঘণ্টা আগে ট্রেনের বোর্ডিং স্টেশন পরিবর্তন করতে পারবেন। তবে একবার আপনি আপনার বোর্ডিং স্টেশন পরিবর্তন করে নিলে আগে নথিভুক্ত বোর্ডিং স্টেশন থেকে ট্রেন ধরতে পারবেন না।
5/8
বোর্ডিং পয়েন্ট পরিবর্তন না করে অন্য কোনও স্টেশন থেকে ট্রেন ধরলে জরিমানা দিতে হবে। এছাড়া দুই স্টেশনের যাত্রাপথের ভাড়াও গুনতে হবে আপনাকে।
6/8
IRCTC-এর নিয়ম অনুযায়ী, আপনি একবারই বোর্ডিং পয়েন্ট পরিবর্তন করতে পারবেন। এর জন্য প্রথমে আপনি IRCTC-এর অফিশিয়াল ওয়েবসাইট https://www.irctc.co.in/nget/train-search-এ যান
7/8
এখানে আপনার লগইন-পাসওয়ার্ড লিখুন। এবার 'বুকিং টিকিট হিস্ট্রি'-তে যান। ট্রেন নির্বাচন করুন ও 'চেঞ্জ বোর্ডিং পয়েন্ট'-এ যান। এখানে একটি নতুন পৃষ্ঠা খুলে যাবে। ড্রপ ডাউনে সেই ট্রেনের জন্য নতুন বোর্ডিং স্টেশন নির্বাচন করুন।
8/8
নতুন স্টেশন নির্বাচন করার পরে সিস্টেম কনফার্ম বা নিশ্চিত করার কথা বলবে। এখন আপনি 'OK'-তে ক্লিক করুন। এবার আপনার কাছে বোর্ডিং স্টেশন পরিবর্তন করার জন্য মোবাইলে এসএমএস চলে আসবে।
Published at : 05 Dec 2021 08:26 PM (IST)