Indian Navy: নৌবাহিনীতে নতুন অস্ত্র! এল নয়া প্রযুক্তির সাবমেরিন INS Vagir
ভারতীয় নৌবাহিনীর মুকুটে নতুন পালক। বাহিনীর ভাণ্ডারে যুক্ত হল আরও একটি সাবমেরিন। নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিবসেই নৌবাহিনী পেল নতুন একটি সাবমেরিন। নাম INS Vagir
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচিফ অফ ন্যাভাল স্টাফ অ্যাডমিরাল কে হরিকুমারের উপস্থিতিতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। নয়া এই সংযোজনে ভারতের নৌবাহিনীর শক্তি আরও বৃদ্ধি পেল বলে জানান তিনি।
মাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেড তৈরি করেছে এই সাবমেরিন। ফ্রান্স থেকে পাওয়া প্রযুক্তি নিয়ে তৈরি হয়েছে এটি। INA Vagir প্রোজেক্ট ৭৫ কালভারি ক্লাস (Project 75 Kalvari Class)-এর পঞ্চম সাবেমেরিন। মুম্বইয়ের নৌবাহিনী ডকইয়ার্ডে এটি কাজে যোগ দেয়। মার্চ-এপ্রিলের মধ্যে পুরোদস্তর কাজ শুরু করবে এটি।
ভারতীয় নৌসেনার কাজের নতুন ধার যোগ করবে এটি। কোনও বিপদ রোখার ক্ষেত্রেও এটি কাজ করবে বলে জানান চিফ অফ ন্যাভাল স্টাফ অ্যাডমিরাল কে হরিকুমার।
গভীর সমুদ্রের অন্যতম ভয়ঙ্কর শিকারী Sand Shark-এর থেকে এর নাম হয়েছে Vagir
এই সাবমেরিনে একাধিক ভয়ঙ্কর অস্ত্র রয়েছে। কারিগরি দিক থেকে এবং কৌশলগত দিক থেকে উন্নতমানের প্রযুক্তি রয়েছে নতুন এই সাবমেরিনে।
আগেও একটি Vagir ছিল ভারতীয় নৌবাহিনীতে। সেটি দীর্ঘদিন ধরে কাজও করেছিল। এটি তারই উন্নতমানের সংযোজন।
নয়া এই সাবমেরিনের কথা বলতে গিয়ে দেশের জাহাজ ও সাবমেরিন তৈরির প্রযুক্তির কথা উল্লেখ করেছেন চিফ অফ ন্যাভাল স্টাফ অ্যাডমিরাল কে হরিকুমার।
এই সাবমেরিনে একাধিক উন্নতমানের সেন্সর রয়েছে।
গাইডেড টর্পেডো, সাব সারফেস টু সারফেস মিসাইল প্রযুক্তি রয়েছে এই সাবেমেরিনে। সব ছবি; PTI
- - - - - - - - - Advertisement - - - - - - - - -