Indian Navy: নৌবাহিনীতে নতুন অস্ত্র! এল নয়া প্রযুক্তির সাবমেরিন INS Vagir

INS Vagir: মাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেড তৈরি করেছে এই সাবমেরিন।

নিজস্ব চিত্র

1/10
ভারতীয় নৌবাহিনীর মুকুটে নতুন পালক। বাহিনীর ভাণ্ডারে যুক্ত হল আরও একটি সাবমেরিন। নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিবসেই নৌবাহিনী পেল নতুন একটি সাবমেরিন। নাম INS Vagir
2/10
চিফ অফ ন্যাভাল স্টাফ অ্যাডমিরাল কে হরিকুমারের উপস্থিতিতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। নয়া এই সংযোজনে ভারতের নৌবাহিনীর শক্তি আরও বৃদ্ধি পেল বলে জানান তিনি।
3/10
মাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেড তৈরি করেছে এই সাবমেরিন। ফ্রান্স থেকে পাওয়া প্রযুক্তি নিয়ে তৈরি হয়েছে এটি। INA Vagir প্রোজেক্ট ৭৫ কালভারি ক্লাস (Project 75 Kalvari Class)-এর পঞ্চম সাবেমেরিন। মুম্বইয়ের নৌবাহিনী ডকইয়ার্ডে এটি কাজে যোগ দেয়। মার্চ-এপ্রিলের মধ্যে পুরোদস্তর কাজ শুরু করবে এটি।
4/10
ভারতীয় নৌসেনার কাজের নতুন ধার যোগ করবে এটি। কোনও বিপদ রোখার ক্ষেত্রেও এটি কাজ করবে বলে জানান চিফ অফ ন্যাভাল স্টাফ অ্যাডমিরাল কে হরিকুমার।
5/10
গভীর সমুদ্রের অন্যতম ভয়ঙ্কর শিকারী Sand Shark-এর থেকে এর নাম হয়েছে Vagir
6/10
এই সাবমেরিনে একাধিক ভয়ঙ্কর অস্ত্র রয়েছে। কারিগরি দিক থেকে এবং কৌশলগত দিক থেকে উন্নতমানের প্রযুক্তি রয়েছে নতুন এই সাবমেরিনে।
7/10
আগেও একটি Vagir ছিল ভারতীয় নৌবাহিনীতে। সেটি দীর্ঘদিন ধরে কাজও করেছিল। এটি তারই উন্নতমানের সংযোজন।
8/10
নয়া এই সাবমেরিনের কথা বলতে গিয়ে দেশের জাহাজ ও সাবমেরিন তৈরির প্রযুক্তির কথা উল্লেখ করেছেন চিফ অফ ন্যাভাল স্টাফ অ্যাডমিরাল কে হরিকুমার।
9/10
এই সাবমেরিনে একাধিক উন্নতমানের সেন্সর রয়েছে।
10/10
গাইডেড টর্পেডো, সাব সারফেস টু সারফেস মিসাইল প্রযুক্তি রয়েছে এই সাবেমেরিনে। সব ছবি; PTI
Sponsored Links by Taboola