নহে 'নার্নিয়া'! দেখুন তুষারাবৃত আমেরিকার ওহায়ো প্রদেশের ছবি
বন্ধ করে দেওয়া হয়েছে বহু স্কুল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবরফের চাদরে ঢেকেছে ওহায়ো, মিনেসোটা, শিকাগো।
মার্কিন মুলুকে মরসুমের প্রথম তুষারপাত।
প্রশাসন গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে।
ওহায়োর গগা কাউন্টিতে সাড়ে ২৫ ইঞ্চি বরফ পড়েছে।
নায়াগ্রা, ওরলেন্স কাউন্টি, বাফেলো-- সর্বত্র এরকই তাপমাত্রা।
বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ফলে, সমস্যায় হাজার হাজার মানুষ।
এখন প্রকৃতির খামখেয়ালিপনায় গৃহবন্দি মানুষ।
এমনকী কোথাও কোথাও মাইনাস ২৫ থেকে মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছে গিয়েছে তাপমাত্রা।
রাস্তাঘাট-ঘরবাড়ি ঢেকেছে পুরু বরফের আস্তরনে।
কোভিড-১৯ এর ফলে মানুষ আগে থেকেই ওয়ার্ক ফ্রম হোম করছিলেন।
বরফের চাদর, থুরি কম্বলে ঢাকা পড়েছে গাড়িগুলি।
ম্যাডিসনে গত ৪০ বছরে এত শীত পড়েনি। বাসিন্দারা বের হতে পারছেন না।
মিনেসোটায় বহু মানুষ অন্যত্র সরে গিয়েছেন।
সেখানে তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছে।
কিন্তু আমেরিকার ওহায়োতে এখন হাড়হিম করা ঠান্ডা।
এই ছবি দেখলে সত্যিই মনে হয়, বরফ নিয়ে লোফালুফি খেলি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -