Vladimir Putin: তাক লাগায় সম্পত্তির খতিয়ান, কিন্তু সবেতেই ধোঁয়াশা, পুতিনই কি পৃথিবীর ধনীতম রাজনীতিক?
সুখ্যাতি এবং কুখ্যাতি, দুই-ই আছে তাঁর। কেউ তাঁর অন্ধ ভক্ত, কেউই আবার কট্টর সমালোচক। তবে আন্তর্জাতিক রাজনীতিতে বিশেষ জায়গা দখল করে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। —ফাইল চিত্র।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআমেরিকার বিরোধিতা করা থেকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, পদে পদে সকলকে চমকে দেন পুতিন। একই সঙ্গে নিজের চারপাশে রহস্য জিইয়ে রাখেন তিনি। যে কারণে উদ্ভট, আজগুবি দাবিও নানা সময় সামনে আসে তাঁকে নিয়ে। —ফাইল চিত্র।
পুতিনের সম্পত্তিও এই রহস্যের অন্তর্ভুক্ত। ব্যক্তিগত জীবনকে লোকচক্ষুর আড়ালে রাখলেও, পুতিনই পৃথিবীর ধনীতম রাজনীতিক বলে দাবি করেন অনেকেই। তাঁর সম্পত্তির যে খতিয়ান সামনে এসেছে, তাতে চোখ কপালে ওঠাই স্বাভাবিক। —ফাইল চিত্র।
২০১৬ সালে ইন্টারন্যাশনাল কনসর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টসের তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়। তাতে দাবি করা হয়, পুতিনের সম্পত্তি, টাকা-পয়সা সংক্রান্ত হিসেবের কোনও দলিল পাওয়া যায় না। এতটাই গোপওই রিপোর্টে বলা হয়, জটিল অর্থনৈতিক প্রকল্পে নিজের টাকাপয়সা বিনিয়োগ করে রাখেন পুতিন, যা সাধারণ মানুষ তো বটেই, সংবাদমাধ্যমের পক্ষেও খুঁজে বের করা সম্ভব হয় না। নীয়তা রক্ষা করেন পুতিন যে, বিশ্বস্ত কয়েক জন ছাড়া, কারও সঙ্গে কোনও তথ্যই ভাগ করে নেন না তিনি। —ফাইল চিত্র।
ওই রিপোর্টে বলা হয়, জটিল অর্থনৈতিক প্রকল্পে নিজের টাকাপয়সা বিনিয়োগ করে রাখেন পুতিন, যা সাধারণ মানুষ তো বটেই, সংবাদমাধ্যমের পক্ষেও খুঁজে বের করা সম্ভব হয় না। —ফাইল চিত্র।
২০১৭ সালে বিনিয়োগকারী বিল ব্রোডার আমেরিকার সেনেট কমিটিকে জানান, পুতিনই পৃথিবীর ধনীতম রাজনীতিক। পুতিনের সম্পত্তির পরিমাণ কমপক্ষে ২০০ বিলিয়ন বলে জানান বিল, অর্থাৎ ২০ হাজার কোটি ডলার। —ফাইল চিত্র।
তবে পুরোটাই অনুমান, পুতিনের সম্পত্তি এর থেকে দ্বিগুণ বলেও দাবি করেন কেউ কেউ। ১৪০ কোটি ডলারের একটি প্রাসাদের পাশাপাশি পুতিন ৭০০ গাড়ি এবং ৫৮টি বিমানের মালিক বলেও শোনা যায়। —ফাইল চিত্র।
এর মধ্যে, ‘ফ্লাইং ক্রেমলিন’ নামে পুতিনের একটি বিমান রয়েছে। রয়েছে প্রমোদতরী, বহুমূল্য ঘড়ি, যাক মধ্যে একটি প্যাটেক ফিলিপি ঘড়িও রয়েছে, যার দাম ৬০,০০০ ডলার। —ফাইল চিত্র।
কৃষ্ণসাগরের পাড়ে পুতিনের বিলাসবহুল ভিলা রয়েছে বলে গুঞ্জন শোনা যায়। যাতায়াতের জন্য একটি আস্ত ট্রেনও রয়েছে, যার মূল্য প্রায় ৭ কোটি ৪০ লক্ষ ডলার। সেটি রক্ষণাবেক্ষণ করতেও প্রচুর খরচ হয়। —ফাইল চিত্র।
সরকারি হিসেবে, বার্ষিক ১৪০,০০০ ডলার আয় করেন পুতিন। সরকারি ভাবেই ৮০০ স্কোয়্যার মিটারের একটি ফ্ল্যাট, একটি ট্রেলার এবং তিনটি গাড়ির কথা স্বীকার করেন তিনি। তবে এটা শুধুমাত্র সরকারি হিসেব বলে দাবি ওঠে।তবে গোটাটাই গুঞ্জন, জল্পনা। পুতিন নিজেকে সাধারণ জীবনযাপনে অভ্যস্ত বলেই দাবি করেন। —ফাইল চিত্র।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -