Sania Mirza Divorce: বার বার সুযোগ দিলেও শোধরাননি শোয়েব, তাতেই নাকি আলাদা হওয়ার সিদ্ধান্ত সানিয়ার
Shoaib Malik Remarries: বহু আগেই চিড় ধরেছিল সানিয়া-শোয়েবের দাম্পত্যে? -ফাইল চিত্র।
—ফাইল চিত্র।
1/10
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সানিয়ার একটি পোস্টও নজর কাড়ে সকলের, যেখানে তিনি লেখেন, ‘যখন কোনও কিছু তোমার মনের শান্তিকে বিনষ্ট করে, তাকে যেতে দাও’। এর পরই শনিবার তৃতীয় বিয়ের ঘোষণা করেন শোয়েব। বেশ কয়েক মাস আগেই তাঁর সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে আসেন সানিয়া। -ফাইল চিত্র।
2/10
এককালের ‘দ্য ইট কাপল’, সানিয়া এবং শোয়েবের বিয়ের এমন পরিণতি দেখে আহত তাঁদের অনুরাগীরা। কিন্তু সানিয়ার সঙ্গে শোয়েবের সঙ্গে সানিয়ার সম্পর্কে অনেক আগেই চিড় ধরেছিল বলে জানা যাচ্ছে। পাক সংবাদমাধ্যম সূত্রে অন্তত তেমনই খবর। -ফাইল চিত্র।
3/10
পাক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সানিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ থাকাকালীনই একাধিক সম্পর্কে জড়ান শোয়েব। বার বার তাঁকে শোধরানোর সুযোগ করে দিয়েছিলেন সানিয়া। কিন্তু তার পরও শোয়েব নিজেকে সংশোধন করেননি। তাতেই নাকি সানিয়া আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। -ফাইল চিত্র।
4/10
শুধু তাই নয়, শোয়েবের উপর তাঁর পরিবারও বেজায় খাপ্পা বলে দাবি করছে পাক সংবাদমাধ্যম। অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন শোয়েব। নবদম্পতির সাজে ছবিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। পাক তারকা মহলের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের। -ফাইল চিত্র।
5/10
কিন্তু জানা যাচ্ছে, শোয়েবের তৃতীয় বিয়েতে তাঁর পরিবারের সদস্যরা কেউ হাজির হননি। তৃতীয় বার শোয়েবের বিয়েতে নাকি আপত্তি ছিল শোয়েবের পরিবারের সকলের। সানিয়ার সঙ্গে তাঁর বিচ্ছেদেও সায় ছিল না কারও। -ফাইল চিত্র।
6/10
পাক সংবাদমাধ্যমের দাবি, সানারও আগে একবার বিয়ে হয়েছিল। কিন্তু শোয়েব তৃতীয় বার বিয়ে করছেন, এটা পরিবারের কেউ মানতে পারেননি। শোয়েবের বোনেদের কেউ তাঁর তৃতীয় বিয়েতে তাই হাজির হননি। শোয়েবের আচরণেও ক্ষুব্ধ তাঁরা। -ফাইল চিত্র।
7/10
২০২২ সাল থেকেই সানিয়া এবং শোয়েবের সম্পর্কে চিড় ধরেছে বলে খবর সামনে আসছিল। সেই সময় পাকিস্তানে অভিনেত্রী আয়েশা ওমরের সঙ্গে নাম জড়ায় শোয়েবের। -ফাইল চিত্র।
8/10
ইনস্টাগ্রাম বায়ো থেকে শোয়েব যখন ‘হাজব্যান্ড টু আ সুপার উওম্যান’ লেখাটি সরিয়ে দেন, জল্পনা জোর পায় আরও। একাধিক বার আয়েশা এবং শোয়েবকে একসঙ্গে দেখাও গিয়েছে বলে খবর সামনে আসে। দু’জনে সাহসী ফোটোশ্যুটেও অংশ নেন। -ফাইল চিত্র।
9/10
পাক সংবাদমাধ্যমের দাবি, বিবাহিত থাকাকালীন শোয়েব বার বার একাধিক সম্পর্কে লিপ্ত হওয়ায়, একটা সময় পর বিশ্বাস হারিয়ে ফেলেন সানিয়া। বার বার সুযোগ পেয়েও নিজেকে শোধরাননি শোয়েব। তাতেই তাঁকে ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন। -ফাইল চিত্র।
10/10
সানিয়ার বাবা জানিয়েছেন, ‘খুলা’র মাধ্যমে শোয়েবের সঙ্গে সম্পর্কে ইতি টানেন সানিয়া। একতরফা ভাবে স্বামীর থেকে মুসলিম মহিলাদের বিচ্ছেদ গ্রহণের অধিকারকে 'খুলা' বলা হয়। শরিয়ৎ আইনে ‘খুলা’র মাধ্যমে স্বামীর থেকে আলাদা হতে পারেন স্ত্রী। তার জন্য স্বামীকে কিছু টাকা দিতে হয়। সেটি গ্রহণ করে ‘ফারাকতুকি’ বা ‘খালা তুকি’ বলতে হয় স্বামীকে, যার অর্থ ‘যেতে দিলাম তোমাকে’ বা ‘তোমার থেকে আলাদা হলাম’। -ফাইল চিত্র।
Published at : 21 Jan 2024 02:41 PM (IST)