Kathua Cloudbursts: উপত্যকায় ফের মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যয়; জলকাদায় ভেসে গেল রাস্তা, চলছে উদ্ধারকাজ
Jammu Kashmir News: ঘটনায় এখনও পর্যন্ত আহত হয়েছেন একজন। তবে বেশ কয়েক জন নিখোঁজ বলে খবর মিলেছে। শুরু হয়েছে উদ্ধারকাজ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
Continues below advertisement
ছবি সৌজন্যে - PTI
Continues below advertisement
1/8
কিশতোয়ারের পর এবার কাঠুয়া। ফের জম্মু কাশ্মীরে মেঘ ভাঙা বৃষ্টিতে হড়পা বানে মৃত্যু হয়েছে কমপক্ষে ৭ জনের।
2/8
প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত জনজীবন। কাঠুয়া জেলার জাঙ্গলোট এলাকায় মেঘ ভাঙা বৃষ্টির পর হড়পা বানে ভেসে যায় ঘরবাড়ি।
3/8
জম্মু ও কাশ্মীরের ১০টি জেলায় নিম্ন থেকে মাঝারি বন্যার সতর্কতা জারি করেছে। স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
4/8
গভীর রাতে আচমকা জলরাশি নেমে আসায় বিপর্যয় ঘটে গিয়েছে বলে খবর। শেষ পাওয়া খবর অনুযায়ী এদিনের মেঘভাঙা বৃষ্টিতে জোধ ঘাটিতে পাঁচ জন মারা গিয়েছেন, দু'জন মারা গিয়েছেন জাংলোটে।
5/8
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাও শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, উদ্ধারকার্যে জোর দেওয়া হচ্ছে এই মুহূর্তে। ত্রাণ পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন তিনি।
Continues below advertisement
6/8
নদীর জলস্তর একধাক্কায় বেড়ে গিয়েছে। তাই স্থানীয়দের বাড়তি সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। সতর্ক রয়েছে প্রশাসনও।
7/8
কাঠুয়ার স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুর্যোগের প্রকোপ কাটেনি এখনও পর্যন্ত। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদী, ঝরনা, জলাধার থেকে দূরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
8/8
কাঠুয়া প্রশাসনের তরফে হেল্পলাইন নম্বর ০১৯২২-২৩৮৭৯৬, ৯৮৫৮০৩৪১০০ প্রকাশ করা হয়েছে।
Published at : 17 Aug 2025 09:45 PM (IST)