Kartvyapath Inauguration: নেতাজি মূর্তি উন্মোচন থেকে কর্তব্য পথের নামকরণ, ছবিতে নানা মুহূর্ত!
রাজপথ আজ থেকে ইতিহাস। এবার নতুন নাম কর্তব্য পথ। অনুষ্ঠান উপলক্ষ্য়ে সেজেছিল ইন্ডিয়া গেট চত্বর। (ছবি: ANI, PTI)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসন্ধের গাঢ় অন্ধকারেও ঝলমলে লেগেছে রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত নতুন নামাঙ্কিত কর্তব্য পথ-কে।
অনুষ্ঠানের সূচনায় অবশ্য ইন্ডিয়া গেটে নেতাজি মূর্তি উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ঠিক আগের মুহূর্ত ফ্রেমবন্দি হয়েছে ক্যামেরায়।
মূর্তি উন্মোচনের আগে নেতাজিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। তার পর বোতাম টিপতেই পর্দা সরে যায় মূর্তির সামনে থেকে।
বিশেষ ধরনের পাথর দিয়ে তৈরি ২৮ ফুট উঁচু এই মূর্তির ওজন ৬৫ মেট্রিক টন। মূর্তি উন্মোচনের পর সেন্ট্রাল ভিস্তা অ্যাভেনু-তে একটি প্রদর্শনীও ঘুরে দেখেন মোদী।
তার পর রাজপথ থেকে কর্তব্যপথ নামকরণ উপলক্ষ্যে বেশ কিছু বার্তা দেন দেশবাসীকে। কেন বদলাল নাম, বার্তায় সেই ব্যাখ্যাও দেন তিনি।
প্রধানমন্ত্রীর কথায়, ‘রাজপথ ছিল পরাধীনতার প্রতীক। ব্রিটিশদের জন্য ছিল রাজপথ। তবে রাজপথে স্থাপত্য বদলেছে, আত্মাও বদলেছে।‘
ঔপনেবেশিকতার চিহ্ন সরিয়ে ফেলে নতুন অধ্যায় শুরু করতেই নাম বদলের সিদ্ধান্ত, স্পষ্ট প্রধানমন্ত্রীর বার্তায়। দেশবাসীকে এই উপলক্ষ্যে শুভেচ্ছাও জানান তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -