Khaibar Pass Pics: বিরিয়ানি থেকে মিষ্টি, ভ্যালেন্টাইন্স ডে-তে জমজমাট খাইবার পাস
খাই খাই কর কেন, এসো বসো আহারে। এবারের মতো শেষ হল দক্ষিণের খাইবার পাস। ফিস কবিরাজি থেকে দাদা-বৌদির বিরিয়ানি, কাবাব থেকে মিষ্টি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকরোনা-আবহে প্রথম দুর্গাপুরে বসেছিল কলকাতার সেরা খাবারের মেলা। নিউ নর্মালে ‘দক্ষিণের খাইবার পাস’ নিয়ে হাজির হয়েছিল এবিপি আনন্দ।
শেষ বেলায় কোনটা ফেলে কোনটা খাবেন, সেটা ঠিক করতে করতেই যেন ফুরিয়ে গেল সময়। আসছে বছর আবার হবে, আশায় খাদ্যরসিকরা।
শুক্রবার শুরু হয়ে শেষ হল রবিবার। খাবারের মেলার শেষদিনে সঙ্গত দিল ভ্যালেন্টাইন্স ডে। এদিন দুপুর পেরিয়ে সময় যতই গড়িয়েছে, ততই জমজমাট হয়েছে দুর্গাপুর সিটি সেন্টারের কাছে কবিগুরু ময়দান।
স্টলে স্টলে তৃপ্ত হয়েছে রসনা। সেরা স্বাদের খোঁজে এ স্টল থেকে ও স্টলে ঘুরলেন ভোজনরসিকরা।
কিন্তু সময় যতই ফুরিয়ে এসেছে ততই ভারাক্রান্ত হয়েছে মন। সবার মনে প্রশ্ন, এরকম মেলা কেন ৩ দিনেই শেষ হয়?
সবমিলিয়ে ভোজন রসিকেরা এলেন, ঘুরলেন, আর পেটপুজো করলেন। মনে মনে বললেন, আসছে বছর আবার হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -