Khaibar Pass 2021: রসনাতৃপ্তির ঠিকানা হোক এবিপি আনন্দ খাইবার পাস

খাইবার পাস

1/21
কোথাও ডাব ইলিশে জিভে জল, কোথাও আবার মোঘলাই খাবারের আয়েশ। হরেক খাবারের সম্ভার নিয়ে হাজির এবিপি আনন্দ খাইবার পাস।
2/21
স্টার্টার থেকে শুরু করে মিষ্টিমুখ, বাঙালি থেকে শুরু করে ইতালিয়ান, সি ফুড, রয়েছে একের পর এক লোভনীয় পদ।
3/21
মার্চ মাসের ৫-৭ তারিখ পর্যন্ত তালতলা মাঠে চলবে এবিপি আনন্দ আয়োজিত খাইবার পাস।
4/21
প্রথমদিন থেকেই খাইবার পাসে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষেরা।
5/21
কেবল সাধারণ মানুষ নয়, এসেছিলেন বহু তারকারও।
6/21
মার্চের এই ৩ দিন রসনাতৃপ্তির ঠিকানা হতেই পারে খাইবার পাস।
7/21
কলকাতা এবং কলকাতার বাইরেরও বিভিন্ন নামীদামি দোকানের আউটলেট রয়েছে এখানে
8/21
থরে থরে সাজানো লোভনীয় খাবার, দেখে জিভে জল আসতে বাধ্য।
9/21
খাবারের মেলায় ভিড় ভোজনবিলাসীদের।
10/21
মেলার বিভিন্ন জায়গা থেকে উঠে এল ভিড়ের ছবি। দোকানে দোকানে পড়ল লাইন।
11/21
মেলায় হাজির নামিদামি মিষ্টির দোকান, হাজির হরেকরকম চকোলেটও।
12/21
দুপুর একটা থেকে রাত ৯টা পর্যন্ত ভিড়ের ছবি দেখল মেলা।
13/21
চলল সেলফির হিড়িকও।
14/21
খাইবার পাসের বিশেষত্ব অবশ্য তারকাদের ভিড়।
15/21
এই তিনদিন মেলায় এসে ভিড় জমান বিভিন্ন পরিচিত মুখ।
16/21
হাজির থাকেন টলিপাড়ার বিভিন্ন কলাকুশলী সহ রাজনীতি ও ক্রীড়াজগতের বিশিষ্টরা।
17/21
কাজেই জিভে জল আনা খাবারের সঙ্গে সঙ্গে হাজির থাকে তারকাদের সঙ্গে আলাপচারিতার সুযোগও।
18/21
খাইবার পাসের আনাচে কানাচে ঘুরল এবিপি আনন্দর ক্যামেরা। তুলে ধরল বিভিন্ন মজার ছবি
19/21
খাইবার পাসে এবারের নতুন সংযোজন টার্কিশ আইসক্রিম। উৎসাহীরা ভিড় জমিয়েছেন সেখানে।
20/21
রোদ উপেক্ষা করেই মানুষের ভিড় দোকানের সামনে
21/21
ছবি সৌজন্যে: এবিপি আনন্দ
Sponsored Links by Taboola