Khaibar Pass 2021: রসনাতৃপ্তির ঠিকানা হোক এবিপি আনন্দ খাইবার পাস
কোথাও ডাব ইলিশে জিভে জল, কোথাও আবার মোঘলাই খাবারের আয়েশ। হরেক খাবারের সম্ভার নিয়ে হাজির এবিপি আনন্দ খাইবার পাস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্টার্টার থেকে শুরু করে মিষ্টিমুখ, বাঙালি থেকে শুরু করে ইতালিয়ান, সি ফুড, রয়েছে একের পর এক লোভনীয় পদ।
মার্চ মাসের ৫-৭ তারিখ পর্যন্ত তালতলা মাঠে চলবে এবিপি আনন্দ আয়োজিত খাইবার পাস।
প্রথমদিন থেকেই খাইবার পাসে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষেরা।
কেবল সাধারণ মানুষ নয়, এসেছিলেন বহু তারকারও।
মার্চের এই ৩ দিন রসনাতৃপ্তির ঠিকানা হতেই পারে খাইবার পাস।
কলকাতা এবং কলকাতার বাইরেরও বিভিন্ন নামীদামি দোকানের আউটলেট রয়েছে এখানে
থরে থরে সাজানো লোভনীয় খাবার, দেখে জিভে জল আসতে বাধ্য।
খাবারের মেলায় ভিড় ভোজনবিলাসীদের।
মেলার বিভিন্ন জায়গা থেকে উঠে এল ভিড়ের ছবি। দোকানে দোকানে পড়ল লাইন।
মেলায় হাজির নামিদামি মিষ্টির দোকান, হাজির হরেকরকম চকোলেটও।
দুপুর একটা থেকে রাত ৯টা পর্যন্ত ভিড়ের ছবি দেখল মেলা।
চলল সেলফির হিড়িকও।
খাইবার পাসের বিশেষত্ব অবশ্য তারকাদের ভিড়।
এই তিনদিন মেলায় এসে ভিড় জমান বিভিন্ন পরিচিত মুখ।
হাজির থাকেন টলিপাড়ার বিভিন্ন কলাকুশলী সহ রাজনীতি ও ক্রীড়াজগতের বিশিষ্টরা।
কাজেই জিভে জল আনা খাবারের সঙ্গে সঙ্গে হাজির থাকে তারকাদের সঙ্গে আলাপচারিতার সুযোগও।
খাইবার পাসের আনাচে কানাচে ঘুরল এবিপি আনন্দর ক্যামেরা। তুলে ধরল বিভিন্ন মজার ছবি
খাইবার পাসে এবারের নতুন সংযোজন টার্কিশ আইসক্রিম। উৎসাহীরা ভিড় জমিয়েছেন সেখানে।
রোদ উপেক্ষা করেই মানুষের ভিড় দোকানের সামনে
ছবি সৌজন্যে: এবিপি আনন্দ
- - - - - - - - - Advertisement - - - - - - - - -