Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Christmas 2021: ওমিক্রনকে বুড়ো আঙুল, কোভিড নিয়ম ভেঙে বড়দিনে জনজোয়ার পার্কস্ট্রিটে
ওমিক্রন নিয়ে সারা বিশ্বজুড়ে এই মুহূর্তে তোলপার। যে হারে ছড়াচ্ছে এই ভাইরাস তা নিয়ে আশঙ্কায় দিন গুনছে সব দেশ। কলকাতাতেও বেড়েছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা। কিন্তু ক্রিসমাসের দিনে জনজোয়ার দেখাল, সে সব চিন্তা গায়েব। ভিক্টোরিয়া, ময়দানে ভিড় যেন দুর্গাপুজোর ভিড়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদুপুর থেকেই শহরের জনপথে ভিড় ছিল চোখে পড়ার মত। ধর্মতলা থেকে পার্কস্ট্রিট, এসপ্ল্যানেডে বড়দিনের সন্ধ্যের জনসমারহে ছিল না কোভিড বিধি। মাস্ক থেকে সামাজিক দূরত্ব। উৎসবের আনন্দে ভাঙল সব বিধিই।
সন্ধ্যের পর পার্ক স্ট্রিটে বিপুল জনস্রোতে বন্ধ করা হয়েছিল যান চলাচল। ভিড় সামলাতে নাজেহাল হতে হয় পুলিশকে।
সান্তা সেজে শহর ঘুরতে বেড়িয়েছিলেন অনেকেই। কেউ মেনেছেন মাস্ক বিধি, কেউ আবার গা-ছাড়া। আর এই দৃশ্যই নতুন করে ভয় ধরাচ্ছে মহানগরে। উৎসব শেষে ফের কি বাড়বে করোনা?
রাতের পার্ক স্ট্রিট। আলোর মালা এবং মানুষের ঢলে বড়দিনে এমনভাবেই সাজল মহানগরের এই জনপদটি। এই দৃশ্য দেখে ওমিক্রনের অস্তিত্ব ভুলতে বসেছে অনেকেই। কিন্তু বেপরোয়া মনোভাব বিপদ বাড়াবে না তো? প্রশ্ন তুলেছেন অনেকেই।
তবে বড়দিনে এটাই প্রার্থনা- বজায় থাক উৎসব, প্রাণের আনন্দ। হোক কোভিড-মুক্ত এক বিশ্ব। জরা দূর করে সুস্থ হোক আগামী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -