Drone Workshop: কীভাবে বানানো হয় ড্রোন? ওড়ানোই বা কীভাবে? খুদেদের হাতকলমে বিশেষ প্রশিক্ষণ
আনম্যানড এরিয়াল ভেহিকেল (ড্রোন) বানানো হয়ে থাকে ঠিক কীভাবে?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকীভাবে ড্রোন ওড়ানোই বা হয় আকাশে?
ড্রোন সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটি তথ্য নিয়ে বিশেষ এক কর্মশালা আয়োজিত হল কলকাতায়
বিড়লা ইনডস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলকিক্যাল মিউজিয়্যামে আয়োজিত হচ্ছে দু'দিনের এই কর্মশালা।
কলকাতার বিভিন্ন স্কুলের ক্লাস সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত পড়ুয়াদের যেখানে হাতেকলমে দেখানো হয় বিস্তারিত।
৬০ জন শিক্ষার্থীকে নিয়ে শনি ও রবিবার আয়োজিত হচ্ছে এই কর্মশালা।
ড্রোন মেকিং ওয়ার্কশপ নামে যে কর্মশালায় প্রবল উৎসাহে অংশ নিল খুদেরা।
যাবতীয় কোভিড প্রোটোকল মেনে চলল ড্রোন নিয়ে কর্মশালা।
হাতেকলমে শিক্ষার্থীরা হাত লাগালেন ড্রোন বানানো শেখায়।
আর ড্রোন ওড়ানোর সময় তাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। (ছবি ও তথ্য- ঝিলম করঞ্জাই)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -