Durga Puja 2021: মহিলা পুরোহিতের হাতে দেবীবন্দনা, ৬৬ পল্লীতে পৌরহিত্য করছেন চার নারী
প্রথামাফিক গতে বাঁধা নয়, ৬৬ পল্লীতে পুজোর সমস্ত আয়োজন করছেন মহিলা পুরোহিতরাই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনন্দিনী ভৌমিকের তত্ত্বাবধানে চলছে আয়োজন ও পুজোপাঠ। এবছর ৬৬ পল্লীর পূজা পা দিল ৭১ বছরে।
শহরের একাধিক বিয়েতে দেখা গিয়েছে তাঁদের। এ বছর ৬৬ পল্লীর পাঁচ দিনের দুর্গাপুজোর গুরুদায়িত্ব তাঁদের।
এর জন্য বেশ কয়েক মাস ধরেই প্রস্তুতি নিয়েছেন তাঁরা। নন্দিনী ভৌমিকের সঙ্গে রয়েছেন রুমা রায়, সেমন্তী ব্যানার্জি ও পৌলমী চক্রবর্তী।
সনাতনী নিয়ম মেনে পুজোর সমস্ত আচার-অনুষ্ঠান হবে, আর এটাই এবারের থিম ৬৬ পল্লীর।
লেডি ব্রেবোর্ন কলেজের প্রাক্তন ছাত্রী, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অতিথি অধ্যাপক নন্দিনী দেবী পৌরহিত্য করেন বহু ধর্মীয় অনুষ্ঠানেই।
যদিও নিত্যনতুন ছকভাঙা কনসেপ্ট সামনে এনে প্রতি বারই চমকে দেয় ৬৬ পল্লী।
মহিলা ঢাকিদের পরে এবার এই প্রথম দুর্গাপুজোয় পৌরহিত্য করবেন চার মহিলা পুরোহিত।
এর আগে অরিত্র মুখোপাধ্য়ায়ের পরিচালনায় 'ব্রক্ষ্মা জানেন গোপন কম্মটি' ছবিতে মহিলা পুরোহিতদের দেখান হয়েছিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -