Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Durga Puja 2021 : এবার পুজোয় মহাষষ্ঠীতে এবিপি আনন্দ শারদ সম্মান ছিনিয়ে নিল শহরের কোন কোন পুজো
করোনাকালে অনিশ্চিত জীবন। অস্তিত্বের সঙ্কট হোক কী রুটিরুজির আকাল... দীর্ঘ সময় ধরে যেন এক অস্পষ্ট সময়ের মধ্যে দিয়ে চলেছি আমরা। ৬২তম বছরে সময়ের এই অস্পষ্টতাকেই ফুটিয়ে তুলেছে আলিপুর ৭৮ পল্লি। থিম -- কুহেলিকা। কল্পভাবনায় এবিপি আনন্দর সেরার সম্মান জিতে নিয়েছে আলিপুর ৭৮ পল্লি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাগুইআটির অর্জুনপুর আমরা সবাই সর্বজনীনের পুজো এবার ৪৮ বছরে পড়ল। তাদের থিম সমর্পণ। মণ্ডপে দুর্গাপ্রতিমার নীচেই রয়েছে একটি সিংহাসন। অনবরত দর্শকদের উদ্দেশে নত হয়ে চলেছে সেটি। এর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে মানুষের কাছে ঐশ্বরিক শক্তির সমর্পণ।
অক্ষরমালার অর্ঘ্য দিয়ে এবার মাতৃবন্দনার আয়োজন করেছে আরবানা। বিভিন্ন ভাষার বর্ণমালা থেকে অক্ষর তুলে এনে, তা দিয়ে সাজানো হয়েছে পুজোমণ্ডপ। অক্ষরের মধ্যেই নিহিত ভাষার উৎস। সেই বার্তা ছড়িয়ে দিতেই এমন ভাবনা। পঞ্চম বর্ষে উৎস সন্ধানে সেরার শারদ আনন্দ সম্মান পেল আরবানা।
সাবেকি পুজোর আয়োজনে একডালিয়া চিরদিনই এভারগ্রিন। থিমের আড়ম্বর থেকে আলোকবর্ষ দূরে। ঐতিহ্য আর সাবেকিয়ানার মেলবন্ধনে এই পুজো বরাবরই দক্ষিণ কলকাতার প্রাণের পুজো। সাবেকি আদলের প্রতিমা। সেই ঝাড়বাতি। এবিপি আনন্দরর ‘সেরা পাড়ার পুজো’ হিসেবে শারদ আনন্দ সম্মান পেল ৭৯ বছরের এই পুজো।
খিদিরপুর ২৫ পল্লির পুজোর বিষয় ভাবনা, বহন। খিদিরপুর লাগোয়া কলকাতা বন্দর। এখানকার ব্যস্ততা শহরের আর পাঁচটা এলাকার থেকে আলাদা। সেই ছবিই ফুটে উঠেছে মণ্ডপ সজ্জায়। জীবনবোধে সেরার শারদ আনন্দ সম্মান পেল ৭৭ বছরের এই পুজো।
৯৫ পল্লি : কৃষি আইন, কৃষক আন্দোলন, কৃষকমৃত্যু --- সোনার ফসল মুখে তুলে দেন যাঁরা তাঁদের ঘিরেই এখন আবর্তিত হচ্ছে জাতীয় রাজনীতি। যোধপুর পার্কের ৯৫ পল্লির পুজোমণ্ডপ জুড়েও শুধুই কৃষকদের কথা। এবার তাদের থিম ‘অস্তিত্ব’। দেবী দুর্গা এখানে শাকম্ভরী রূপে অবস্থান করছেন। মণ্ডপসজ্জায় গুরুত্ব পেয়েছে কৃষক পরিবারে ব্যবহৃত নানা জিনিস। কৃষক জীবনের নানা চালচিত্র ফুটিয়ে তোলা হয়েছে মাতৃমণ্ডপে। এই ভাবনার জোরে দায়বদ্ধতায় সেরার শারদ আনন্দ সম্মান পেল ৭২ বছরের এই পুজো
সন্তোষপুর ত্রিকোণ পার্ক : করোনায় বিপর্যস্ত দিন-আনা, দিন-খাওয়া মানুষের জীবন। নানা রকম ইনস্টলেশনের মধ্যে দিয়ে সেই ছবি ফুটিয়ে তোলা হয়েছে সন্তোষপুর ত্রিকোর্ণ পার্কের পুজোয়। এবার তাদের থিম ‘এ এক অন্য বিবরণ’। মণ্ডপসজ্জায় গুরুত্ব পেয়েছে রিকশ, ভ্যানরিকশ, হলুদ ট্যাক্সির অংশ বিশেষ। বাহাত্তরতম বছরে, ইনস্টলেশনে সেরার, শারদ আনন্দ শিরোপা ছিনিয়ে নিল এই পুজো।
দমদম পার্ক ভারতচক্র: প্রশাসনের নির্দেশ মতো তিনদিক খোলা মণ্ডপে সাম্প্রতিক কৃষক আন্দোলনের ছবি ফুটিয়ে তুলেছে দমদম পার্ক ভারতচক্র। লখিমপুর খেরিতে কৃষক মৃত্যুর প্রসঙ্গও উঠে এসেছে তাদের পুজোয়।
দমদম পার্ক সর্বজনীন দুর্গাপুজো কমিটি : স্যানিটাইজার হাতে নিয়ে, মুখে মাস্ক পরে এক মৃৎশিল্পীর স্টুডিও দেখছেন দর্শকরা। দমদম পার্ক সর্বজনীন দুর্গাপুজো কমিটির পুজোয় দেখা গেল এই দৃশ্য। বিভিন্ন ভাস্কর্যের মাধ্যমে তিনদিক খোলা মণ্ডপ সাজানো হয়েছে।
কেষ্টপুর মাস্টারদা স্মৃতি সঙ্ঘের পুজো এবার উনসত্তরতম বছরে পা দিল। তাদের থিম অপটিক ইলিউশন বা দৃষ্টিভ্রম। মণ্ডপে মজুত স্যানিটাইজার, মাস্ক। চেক করা হচ্ছে দর্শকদের টেম্পারেচার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -