Durga Puja 2021 : এবার কেমন হতে চলেছে দুর্গাপুজো, জেনে নিন ফোরাম ফর দুর্গোৎসবের নির্দেশিকা
কুড়ির পর একুশ। করোনার রক্তচক্ষুর মাঝেই, দোরগোড়ায় আরও একটা দুর্গাপুজো। তবে মহামারী পরিস্থিতিতে কীভাবে হবে শারদ-উদযাপন। বেশ কিছু নির্দেশিকা দিয়েছে ফোরাম ফর দুর্গোত্সব।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগুনে গুনে ক্যালেন্ডারে বাকি আর মাত্র ৫০ দিন। বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসবে প্রস্তুতির সলতে পাকানো শুরু হয়ে গিয়েছে।
এ ব্যাপারে ফোরাম ফর দুর্গোৎসবের তরফেও কমিটিগুলোকে ইতিমধ্যেই বেশকিছু নির্দেশিকা দেওয়া হয়েছে। তবে পুজোর সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত মানুষদের টিকাকরণের ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে।
পুজো সংগঠকদের নির্দেশিকায় বলা হয়েছে, যথাসম্ভব খোলামেলা মণ্ডপ করতে হবে। যাতে বাইরে থেকে ঠাকুর দেখা যায়।
প্যান্ডেলের প্রবেশপথ ব্যারিকেড দিয়ে যথাসম্ভব দীর্ঘ করতে হবে, যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে।দর্শকদের মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে।
দর্শকদের মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে।
ঠাকুরের ভোগে কাটা ফল দেওয়া যাবে না।
পুষ্পাঞ্জলি ও সন্ধিপুজোর মতো অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, বিসর্জনের শোভাযাত্রায় যথাসম্ভব কম লোক নিয়ে যেতে হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -